দুঃস্বপ্নের এই সুটকেস
বাজান খাওঠোঙা ছিঁড়ে সামনে মেলে ধরে শিউলি।গরম পুরি ধোঁয়া উঠছে। ভাজাপোড়াটা পছন্দ করে করিম বক্স একটা পুরি তুলে নেয় হাতে কড়াইর গরম তেলের স্পর্শ। কামড় বসায় প্রথমে মচমচে উষ্ণতা তারপর মনে হয় এক টুকরা অঙ্গার দ্রুত ডান-বাম করে জিভের লালায় ভিজিয়ে গিলে ফেলে সাথে সাথে টের পায় গলনালী দিয়ে নামছে গনগনে অঙ্গার পানি এসে যায় চোখে তারপরও পুরি খাওয়ার এই...