পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিল নিউজিল্যান্ড
মোহাম্মদ ওয়াশিমের করা শেষ ওভারের শেষ চার বলে টানা দুটি ছক্কার পর হাঁকালেন টানা বাউন্ডারি। এরপরও এক রানের জন্য সেঞ্চুরি হলো না মিচেল হেইয়ের। তবে তার ব্যাটে ঠিকই পাকিস্তানক কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যামিল্টনে মঙ্গলবার টসে হেরে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান তুলেছে কিউইরা। ৭টি করে ছক্কা-চারে ক্যারিয়ার সেরা ৯৯ রানে অপরাজিত থাকেন হেই।
অভিষিক্ত রায়াস...