জীবন্ত কিংবদন্তি অভিনেতা আরিফুল হক
সংস্কৃতি অঙ্গণের এক জীবন্ত কিংবদন্তী আরিফুল হক। তিনি শুধু একজন প্রথিতযশা অভিনেতাই নন, একজন সুলেখক এবং কলামিস্ট। গুণী এই মানুষটি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সপরিবারে কানাডায় বসবাস করছেন। গত ১১ অক্টোবর তিনি জীবনের ৯০ বছর অতিক্রম করেছেন। বিদেশে বসবাস করলেও দেশের জন্য সবসময় তাঁর মন কাঁদে। মাঝে মাঝে মনের টানে দেশে আসেন। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন। এরপর...