ঘোগ নামের প্রাণীটি
আমাদের অনেক পরিচিত একটি শব্দ ঘোগ। কিন্তু আমরা অনেকই জানি না এই ঘোগ আসলে কি। এর কোন অস্তিত্ব ছিলো কিনা। যদিও বুঝে বা না বুঝেও আমরা "বাঘের ঘরে ঘোগের বাসা" প্রবাদটি বলে থাকি। কবি বন্দে আলী মিয়া এই নামে একটি শিশুতোষ গ্রন্থও রচনা করে গেছেন।
যাই হোক, ইংরেজীতে ঘোগ শব্দটিকে থাইলাসিন (Thylacine) নামে ডাকা হয়। এ প্রাণীটির আরেক নাম তাসমানিয়ান টাইগার।...