গরমে মোটরসাইকেলের পাশাপাশি নিজেরও যত্ন নিন
তীব্র গরম পড়তে শুরু করেছে। এই সময়ে কাজের প্রয়োজনে অনেকেই মোটরবাইক চালান। তাপদাহে শখের বাহনের প্রতি যেমন যত্নবান হওয়া উচিত, তেমনি নিজেরও খেয়াল রাখতে হবে।
পোড়া গরমে অফিস বা কাজের যায়গায় যেতে অনেকেরই বাইকই ভরসা। আর এক্ষেত্রে বাইক চালকদের সূর্যের কড়া তাপেই ঘণ্টার পর ঘণ্টা যেতে হয়।
এই সময় শুধু যে রোদের হলকা থাকে তা নয়, বাতাসও থাকে গরম। তাই যারা প্রতিদিন...