ভক্তদের জন্য নতুন সুখবর দিলেন টম ক্রুজ
কেবল হলিউডই নয় তিনি বিশ্ব তারকা। অভিনয় ক্যারিয়ারে ভক্তদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এই অভিনেতা। বলছি তুমুল জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজের কথা। চলতি বছরে ভক্তদের জন্য দারুণ সংবাদ নিয়ে আসছেন তিনি। বিশ্বব্যাপী দর্শক নন্দিত সিনেমা `মিশন ইম্পসিবল: ৮` এর পর এবার ভক্তদের চমকে দিয়ে এবার শুটিং করতে চলেছেন ‘দ্য গান্টলেট’ সিনেমায়।
হলিউড সূত্রে জানা যায়, `মিশন: ইম্পসিবল ৮` সিনেমাটি...