কবে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?
বিশ্বব্যাপী স্পাইডার-ম্যান সিরিজের সিনেমার জনপ্রিয়তা কতটা, তা বলার অপেক্ষা রাখে না। ‘স্পাইডার-ম্যান’ ভক্তদের জন্য সুখবর এই ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা আসতে চলেছে। তবে এবার অবশ্য অন্য মোড়কে নতুন নামে আসছে এই সিনেমা।
সিনেমার নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইতোমধ্যেই ঘোষণা করেছেন নতুন সিনেমার। টম হল্যান্ড হতে চলেছে এই ছবির নায়ক। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির নতুন নামও চূড়ান্ত করেছে সনি পিকচার্স। ‘স্পাইডার-ম্যান’ এখন ‘স্পাইডার...