অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কিস
প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা শিয়াওতেককে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ম্যাডিসন কিস। যেখানে তার প্রতিপক্ষ টানা দুইবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার নারী এককের দ্বিতীয় সেমি-ফাইনালে দ্বিতীয় বাছাই শিয়াওতেকের বিপক্ষে ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) গেমে জেতেন ১৯তম বাছাই কিস।
সাড়ে সাত বছরের মধ্যে প্রথম ও ক্যারিয়ারে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের ২৯ বছর...