রোনালদোর '৯০৬',পর্তুগালের টানা তৃতীয় জয়
ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে পর্তুগিজদের দখলে আগে থেকেই ছিল ‘এ’ লিগের গ্রুপ ওয়ানের শীর্ষস্থান।তবে পোল্যান্ডের বিপক্ষে জেতার জন্যই আমার কথা আগে থেকেই জানিয়েছিল মার্টিনেজের দল।মাঠেও দেখা মিলল ক্ষুরধার পর্তুগিজ ফুটবলের।যাতে জয় এসেছে অনায়াসেই।
ওয়ারশতে পোল্যান্ডের বিপক্ষে শনিবার নেশন্স লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। বের্নার্দো সিলভা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা নাটকীয়তার সম্ভাবনা জাগলেও, শেষ...