১৪ বছর বয়সেই রেকর্ড গড়া সেঞ্চুরি সূর্যবংশীর
এর আগে শুভমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২০৯ রানের সংগ্রহ গড়ে গুজরাট টাইটান্স।
জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে গুজরাট। দুই ওপেনার শাই সুদর্শন আর শুভমান গিল ৬ ওভারের পাওয়ার প্লেতে তুলে দেন ৫৩ রান। অবশেষে তাদের ৯৩ রানের মারকুটে জুটিটি ভাঙে ১০ ওভার পার করে। ৩০ বলে ৩৯ করে ফেরেন সুদর্শন।
দারুণ...