রেকর্ড রফতানি আয়েও লক্ষ্যে হোঁচট
০৩ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
অর্থনৈতিক রিপোর্টার : বিদায়ী বছরে আগের অর্থবছরের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রফতানি বেড়েছে ৩৪৭ কোটি ৬১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। তবুও সরকার রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নিয়েছিল তা পূরণে হোঁচট খেয়েছে। গতকাল রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময়ে বিশ্ববাজারে ৫ হাজার ৫৫৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এর আগের অর্থবছর ২০২১-২২ সালে রফতানি আয় হয়েছিল ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় রফতানি আয় বেড়েছে ৩৪৭ কোটি ৬১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। শতাংশের হিসেবে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানি আয়ের রেকর্ড।
আগের বছরের তুলনায় রফতানি প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চলতি বিদায়ী অর্থবছরে সরকারের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৮০০ কোটি ইউএস ডলার। সেই হিসেবে ২৪৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ইউএস ডলার কম রফতানি আয় হয়েছে। যা শতাংশের হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কম আয় হয়েছে।
মাসওয়ারি হিসাবে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুন মাসে রফতানি আয় হয়েছে ৫০৩ কোটি ১৫ লাখ ৩০ হাজার ইউএস ডলার। আগের বছরের একই সময় আয় হয়েছিল ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার। সেই হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। আগের বছরের তুলনায় ১২ কোটি ৩৫ লাখ ইউএস ডলার পরিমাণ বা ২ দশমিক ৫১ শতাংশ রফতানি বাড়লেও সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। জুন মাসে সরকারের পরিকল্পনা ছিল ৫৫৬ কোটি ৬০ লাখ ইউএস ডলার পরিমাণ পণ্য রফতানির। সে মোতাবেক একক মাস হিসেবে জুনে সরকারের রফতানি আয় কমেছে ৯ দশমিক ৬১ শতাংশ। তার আগে মে মাসে রফতানি আয় হয়েছিল ৪৮৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার ইউএস ডলার। সে মাসেও তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৬১ শতাংশ রফতানি আয় বেশি হয়েছিল। ২০২১-২০২২ অর্থবছরের মে মাসে রফতানি আয় হয়েছিল ৩৮৩ কোটি ২ লাখ ৯০ হাজার ডলার। তবে সরকার বিদায়ী বছরের মে মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা যা নিয়েছিল তা পূরণ করতে পারেনি। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৫১২ কোটি ডলার সমপরিমাণ পণ্য রফতানির।
৫৫৫৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের মধ্যে বরাবরের মতোই খাতভিত্তিক শীর্ষে রয়েছে দেশের তৈরি পোশাক খাত। এ খাত থেকে সরকারের রফতানি আয় এসেছে ৪৬ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৭ শতাংশ। পোশাক ছাড়াও প্লাস্টিক পণ্য ও চামড়াবিহীন জুতার রফতানি বেড়েছে। খাতওয়ারি চিত্রে দেখা গেছে, ফুটওয়্যারে ৬ দশমিক ৬১ শতাংশ, ক্যাপে ২২ দশমিক ৭১ শতাংশ, ম্যান মেইড ফিলমেন্ট ও স্ট্যাপল ফাইবারে ৪২ দশমিক ৯৮ শতাংশ, প্লাস্টিক পণ্যে ২৬ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোমটেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রফতানি কমেছে। এর মধ্যে পাটজাত পণ্যে ১৯ দশমিক ১ শতাংশ, কৃষি পণ্যে ২৭ দশমিক ৪৭ ও হিমায়িত মাছে ২০ দশমিক ৭৬ শতাংশ প্রবৃদ্ধি কমেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ