ভালুকায় নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ধসে যানচলাচল বন্ধ
০৫ জুলাই ২০২৩, ১০:১৪ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ময়মনসিংহ ভালুকায় লাউতি খালের উপর নির্মাণাধীন সেতুর উত্তর পাশে রিংপাইপ বসিয়ে মাটি দিয়ে নির্মিত বিকল্প সড়কটি ভেঙে যাওয়ায় পথচারীসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহাম্মেদ সরেজমিন পরিদর্শণ করে সেতুটির দুইপাড়ে কাঠদিয়ে পাটাতন নির্মাণ করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করেন। খাল খননের সময় বিকল্প সড়কটির পাশ থেকে মাটি কেটে নেয়ায় এমনটা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সময়ের ব্যবধানে উপজেলার সিডস্টোর-সখীপুর সড়কের গুরুত্বপূর্ণ লাউতি সেতুটি ঝুকিপূর্ণ হয়ে উঠে। বিষয়টি নজরে আসলে এলজিইডি সেতুটি পূণনির্মাণের উদ্যোগ নেয় এবং গত ২০২১ সালের ১১ নভেম্বর থেকে ওই স্থানে তিন কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৮৪ টাকা ব্যয়ে ৩১ মিটার দৈর্ঘ্য ও ৩.৭ মিটার প্রস্থের একটি সেতু নির্মান কাজ শুরু করে। ওই সময় পাশাপাশি লাউতি খাল পারাপারের জন্যে বিকল্প হিসেবে একটি কাঠের পুল তৈরী করা হয়। কিন্তু, যানবাহনের চাপে কিছুদিনের মাঝেই কাঠের ওই পুলটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং একপর্যায়ে তা ভেঙে যায়। পরে, যানবাহন চলাচল অব্যাহত রাখার জন্যে স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর উদ্যোগে রিংপাইপ বসিয়ে স্থানীয়ভাবে ওই স্থানে একটি বিকল্প সড়ক তৈরী করা হয়। এতোদিন ওই বিকল্প সড়ক দিয়েই চলাচল করছিল সিএনজি, অটোসহ বিভিন্ন ধরণের হালকা ও ভারী যানবাহন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড লাউতি খাল খননের সময় বিকল্প ওই সড়কের গোড়া থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠে। এতে, ভাঙতে শুরু করে বিকল্প ওই সড়কটি এবং পথচারী ও যান চলাচলের অনুপযোগী হয়ে পরে।
স্থানীয়রা জানান, এই সড়কে প্রতিদিন শতাধীক হালকা, ভারী যানবাহন চলাচল করে। তাছাড়া স্থানীয়সহ বিভিন্ন কারখানার হাজারো শ্রমিক, উপজেলা কাচিনা ও হবিরবাড়ির ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ সখীপুরের মানুষের যাতায়ত এই সড়ক হয়ে। কাজেই সড়কটি যতেষ্ট গুরুত্বপূর্ণ। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লউতি সেতু নির্মাণের শুরুতে ওই স্থানে একটি কাঠের পুল বানানো হয়েছিল। একপর্যায়ে ওই পুলটি ভেঙে গেলে এমপি কাজিম উদ্দিন আহাম্মেদের উদ্যোগে স্থানীয়ভাবে ওই স্থানে রিংপাইপ বসিয়ে একটি বিকল্প সড়ক তৈরী করা হয়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড লাউতি খাল খননের সময় বিকল্প ওই সড়কের গোড়ার মাটি কেটে নেয়ায় সড়কটির ক্ষতিগ্রস্ত হয়। নতুন সেতুর কাজও প্রায় সমাপ্তির পথে। আপাতত লাউতি খাল পার হতে মানুষ যাতে নতুন সেতুতে উঠতে পারে সেজন্যে বিকল্প হিসেবে সেতুর দুই পাশে কাঠের কাঠের পাটাতন বানিয়ে দেয়া হয়েছে। তবে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাজাহান জানান, লাউতিটি খাল পারাপারের জন্য নির্মিত বিকল্প ওই সড়কের গোড়ার মাটি কাটেননি। উজানের পানির চাপ, অতিবৃষ্টির কারণে মাটি সরে গিয়ে ওই সড়কটি ধ্বসে যাচ্ছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহাম্মেদ জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। পরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পথচারীদের চলাচলের জন্য নির্মণাধীন সেতুটির দুইপাশে কাঠের পাটাতন নির্মানের ব্যবস্থা করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিকৃবিতে প্রকল্প এবং ফেলোসিপ পুরস্কার অনুষ্ঠান কাল
পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭
খুলনার কাউন্সিলর টিপু হত্যার তিন আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
ইউক্রেন যুদ্ধে হারের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
তাদের চোখের সামনে লাশগুলো থাকার কথা ছিল কিন্তু আছে শুধু ক্ষমতা
শত্রুদের অজানা অস্ত্র আছে ইরানের কাছে
ডিসেম্বরের সেরা বুমরাহই
রাজশাহীতে বিএমডিএ সদও দপ্তরে দুদকের অভিযান নথিপত্র তলব
২০২৪ সালে পবিত্র হজ ও ওমরাহ করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ
ভেজাল টমেটো বীজে সিলেটে সর্বনাশ কৃষকদের
উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -ড.এম আসাদুজ্জামান
রাগে র্যাকেট-ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ
পটুয়াখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
তবে কি ফিলিস্তিনে গণহত্যা-ধ্বংসযজ্ঞের ফল পাচ্ছে আমেরিকা?
মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত