কর্তৃপক্ষকে আদালত অবমাননার নোটিশ
০৫ জুলাই ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব দিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালসহ সংশ্লিষ্টরা। এ ঘটনায় আদালত আবমাননার অভিযোগে বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নোটিশ করেছে জাস্টিস বদরুল হক কোম্পানিসের ব্যারিষ্টার এ কে এম রাশিদুল হক। এনিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হওয়ায় অচল অবস্থা চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে।
বিদ্যালয় সূত্র জানায়, বিগত ২০০৪ সালে কুশমাইল টেকিপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন রাবেয়া খাতুন। এতে ক্ষুব্ধ বিদ্যালয়ের তৎকালীন জুনিয়র শিক্ষক আব্দুর রশিদ এই নিয়োগকে চ্যালেঞ্জ করে পর পর ৯টি মোকদ্দমা দায়ের করেন। কিন্তু সব মোকাদ্দমায় রাবেয়া খাতুনকে বৈধ প্রধান শিক্ষক হিসেবে রায় দেয় আদালত। এ ঘটনার পর ২০০৯ সালে প্রধান শিক্ষক পদে এমপিওভুক্ত হন রাবেয়া খাতুন। এরপর মামলায় হেরে যাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে পূর্বশত্রুতার জের ধরে রাবেয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক। এতে রাবেয়া খাতুন উচ্চ আদালতে রিট পিটিশন মামলা দায়ের করলে বরাখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে তাকে স্বপদে বহাল রাখার রায় দেন বিচারক। এরপর এই রায়ের বিরুদ্ধে আব্দুর রশিদ সুপ্রীম কোর্টে আপীল দায়ের করলে তাও খারিজ করে দেয় আদালত। সেই সঙ্গে রাবেয়া খাতুনকে প্রধান শিক্ষক পদে বহাল রেখে নিয়মিত বেতন ভাতা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।
এর আগে ২০০৯ সালে রাবেয়া খাতুন প্রধান শিক্ষক পদে এমপিওভুক্ত হলেও বিদ্যালয়ের ঝাড়–দার নূরুল হক হাইকোর্টে একটি রিট পিটিশন মোকাদ্দমা দায়ের করলে খারিজ করে দেয় আদালত। এতে অসন্তোষ্ট নূরুল হক আদালতের আপিল ডিভিশনে লিভ টু আপীল দায়ের করেন। কিন্তু ওই আপীলটিও আদালত খারিজ করে দেয়। একই সঙ্গে ওই রায়ে মহামান্য আদালত রাবেয়া খাতুনের বরখাস্ত এবং খরপোষ ভাতা থেকে বঞ্চিত করার ঘটনাটি ষড়যন্ত্রমূলক হয়রানি বলেও উল্লেখ করেন রায়ে। এছাড়াও মহামান্য আদালত এ ঘটনায় রিট পিটিশন মোকাদ্দমার রায়ে বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষককে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না এবং ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখলে সমুদয় বেতন ভাতাসহ অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্য হবেন বলেও উল্লেখ করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষক রাবেয়া খাতুন। তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল আদালত অবমাননার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, ওই বিদ্যালয়ের নানা জটিলতার কারণে উভয় পক্ষে মোকাদ্দমা রয়েছে। এই অবস্থায় আমরা কাউকে ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ দেইনি।
আমরা শুধুমাত্র ভারপ্রাপ্ত দ্বায়িত্ব পালনের জন্য আদেশ দিয়েছি। সেই সঙ্গে উচ্চ আদালতের বিষয়টি নিয়ে আমরা আইনি পরামর্শের মাধ্যমে ঘটনার বিস্তারিত পর্যালোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে লিখিত জবাব দাখিল করা হবে বলেও জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান গাজী হাসান কামাল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -ড.এম আসাদুজ্জামান
রাগে র্যাকেট-ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ
পটুয়াখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
তবে কি ফিলিস্তিনে গণহত্যা-ধ্বংসযজ্ঞের ফল পাচ্ছে আমেরিকা?
মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
মডেল তিন্নি হত্যা মামলা: খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল