টঙ্গীতে শহীদুল ‘হত্যাকাণ্ড’
০৯ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
টঙ্গীতে শ্রমিকনেতা শহীদুল ‘হত্যাকান্ড’ নিয়ে রোববার বিকেলে প্রেসব্রিফিং করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি। এ ঘটনায় গতকাল রোববার পর্যন্ত দুই শ্রমিক নেতাসহ মামলার এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম (৩৫) ও একই সংগঠনের কর্মী রাসেল মন্ডল (৩২) এবং স্থানীয় গুটিয়া এলাকার হানিফ (৫০)।
প্রেসব্রিফিংয়ে জিএমপি দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মাহবুব উজ-জামান জানান, আলোচিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় ঈদের আগে মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিলো। তবে সেখানে অস্থিতিশীল ঘটনার উদ্ভব হওয়ার মত কোনো পরিস্থিতি ছিলো না। ঘটনার দিন ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম বকেয়া পাওনা আদায় করে দেওয়ার লক্ষ্যে সংগঠনের নেতা মোস্তফা, শরীফ ও আক্কাসকে নিয়ে কারখানার সামনে যান। তারা শ্রমিকদের সাথে কথা বলে ফেরার পথে কারখানার কাছে প্রতিপক্ষ অপর একটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। উপর্যপুরি কিল ঘুষি লাথিতে শহীদুল আহত হলে হাসপালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা কেরেন। এ ঘটনায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুলসহ ৬ জনকে এজাহার নামীয় আসামী করা হয়। তাদের মধ্যে তিন আসামীকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সর্বশেষ রোববার বেলা সাড়ে ১১টায় মামলার ৩ নম্বর আসামী শ্রমিকনেতা রাসেলকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসাসী বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে গ্রেফতারন করা হয়। মামলাটির ছয় নম্বর আসামী হানিফকে রোববার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তিন আসামীর কেউ এঘটনার দায় স্বীকার করেননি বলে জানান পুলিশ কর্মকর্তারা।
প্রেসব্রিফিংয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের এএসপি মোশারফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলমসহ জিএমপি দক্ষিণ বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামলাটির তদন্ত তদারকি কর্মকর্তা শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সিসি টিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, বাদী ও গ্রেফতারকৃত আসামীসহ বিভিন্ন জনের বক্তব্য নিয়েছি। তবে এখনো চূড়ান্ত তথ্য বা মন্তব্য করার সময় হয়নি।
নিহত শহীদুলের পরিবারকে দেখতে গেলেন শ্রমিকদল নেতারা ঃ এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের গাজীপুর জেলা কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবুলের নেতৃত্বে শ্রমিকদলের একটি প্রতিনিধি দল শনিবার শহীদুলের পরিবারকে শান্তনা দিতে তার গ্রামের বাড়িতে যান। তারা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজা বাড়িতে শহীদুলের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে তারা নিহত শহীদুলের স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলে শান্তনা দেন।
উল্লেখ্য, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম গত ২৫ জুন টঙ্গীর সাতাইশে ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড’ কারখানায় বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলনরত শ্রমিকদের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ