ডিএসইতে ৯০০ কোটি টাকা ছাড়াল লেনদেন
০৯ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে ৮টি প্রতিষ্ঠান। পাঁচ শতাংশের ওপরে দাম বেড়েছে আরও প্রায় এক ডজন প্রতিষ্ঠানের। ১০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ১৯টি প্রতিষ্ঠানের। এটি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসের চিত্র। প্রায় এক ডজন প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বাড়লেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তারচেয়ে বেশি। এরপরও বাজারটিতে বেড়েছে প্রধান মূল্যসূচক। তবে কমেছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক।
সূচক মিশ্র থাকলেও প্রায় দুই ডজন প্রতিষ্ঠানের শেয়ারের বড় অঙ্কের লেনদেন হওয়ায় বেড়েছে লেনদেনের গতি। ডিএসইতে নয়শ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১২ জুনের পর আবারও নয়শ কোটি টাকার বেশি লেনদেন হলো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। তবে এই বাজারটিতে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের প্রথম তিন ঘণ্টা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এমনকি প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে একাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো দিনের সর্বোচ্চ দাম ধরে রাখে। এমনকি লেনদেনের শেষদিকে আরও একাধিক প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বাড়ে। এতে লেনদেন শেষে ৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বোচ্চ পরিমাণ দাম বাড়ার তালিকায় স্থান করে নেয়।
এরমধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, সোনারগাঁও টেক্সটাইল, ঢাকা ডাইং, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, জেনারেশন নেক্সট এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। একদিনে যতটা বাড়া সম্ভব এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম ততটাই বেড়েছে।
দাম বাড়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দাপট দেখালেও সব খাত মিলে ডিএসইতে ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির। আর ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসই-এক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচকের মিশ্র প্রবণতার দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৯২১ কোটি ৪৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২২ কোটি ১৯ লাখ টাকা। লেনদেন শুধু আগের দিনের তুলনায় বাড়েনি, গত ১২ জুনের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এই লেনদেন বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লুব রেফ বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ৩২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইনস্যুরেন্স, আলেম্পিক এক্সসরিজ, বাংরাদেশ বিল্ডিং সিস্টেম এবং আলিফ মেনুফ্যাকচারিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৫টির এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২১ কোটি ২২ লাখ টাকা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ