বরিশালসহ আশপাশের এলাকায় ঘরে ঘরে কড়া নাড়ছে ডেঙ্গু
০৯ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ডায়রিয়ার সাথে ডেঙ্গু এখন বরিশালসহ সন্নিহিত এলাকার ঘরে ঘরে কড়া নাড়ছে। শনিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ১১০ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় সোয়া ৪শ’ ডেঙ্গু রোগী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ এ অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জনা গেছে।
শনিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘণ্টায় ভর্তিকৃত ১১০ জন রোগীর মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রায় ৫০ জন ছাড়াও বরিশাল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে ৯ জন রয়েছেন। এছাড়া পটুয়াখালীতে ২৩, ভোলাতে ৮, পিরোজপুরে ১০ এবং বরগুনাতে ১০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হলেও ঝালকাঠীতে নতুন কোন ডেঙ্গু রোগী ছিল না।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, শনিবার দুপুর পর্যন্ত বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে প্রায় ২শ’ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। গত বছর বরিশালসহ সন্নিহিত এলাকায় ডেঙ্গুর প্রকোপ যথেষ্ঠ কম থাকলেও ২০১৯ ও ২০২১ সালে এ অঞ্চলে তার ব্যাপক বিস্তার ঘটে। আবার চলতি বছর এ পর্যন্ত মশাবাহী এ রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। গত ১ জানুয়ারী থেকে ৮ জুলাই সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত প্রায় হাজার খানেক ডেঙ্গু রোগীর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। মৃত্যুর একমাত্র ঘটনাটি ঘটেছে বরিশালের শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই।
দক্ষিণাঞ্চলে গত ৬ মাসে যে প্রায় হাজারখানেক রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তার ৪৭৮ জনই বরিশালে। এরমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৩শ’। এছাড়া জেলার অন্যান্য হাসপাতালগুলোতেও প্রায় দেড়শ’ রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে ১৮৩, ভোলাতে ৭০, পিরোজপুরে ৮০ ও বরগুনাতে ৮৭ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। তবে অবিশ^াস্যভাবে বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠী জেলায় চলতি বছর কোন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
বর্ষা মৌসুম শুরু হতেই বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশীরভাগ এলাকায়ই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পাশাপাশি বিগত ঈদ উল আজহার সময় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুর জীবানু নিয়ে ঈদ করতে বাড়ীতে এসে অনেক মানুষই জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের মতে, একারণেই গত এক সপ্তাহে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
তবে পরিস্থিতি উত্তরণে বরিশাল সিটি করপোরেশনসহ দক্ষিণাঞ্চলের সবগুলো পৌরসভাকে অবিলম্বে অধিকতর সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। স্বাস্থ্য বিভাগ থেকেও মশক নিধনসহ এর বংশ বিস্তার প্রতিরোধে যা কিছু করণীয় অবিলম্বে তা অনুসরণ ও বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে জানানো হয়েছে।
সামনে বৃষ্টি বাড়বে। সুতরাং বৃষ্টির হাত ধরে মশার বংশ বিস্তারও ঘটবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রাস প্রোগ্রাম বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন চিকিৎসকগণ। একবার কোন এলাকায় এডিস মশা বংশ বিস্তার করতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ দুরুহ হয়ে পড়বে বলেও মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞগণ।
তবে বরিশাল মহানগরীতে মশা নিয়ন্ত্রণ ও নির্মূল কার্যক্রম নিয়ে হতাশা রয়েছে নগরবাসীর মাঝেও। প্রায় ৫৮ বর্গ কিলোমিটারের এ মহানগরীর ৩০টি ওয়ার্ডের জন্য যে মাত্র ১২টি ফগার মেশিন রয়েছে, তা দিয়ে শুধুমাত্র কিছু ভিআইপি এলাকা ও নগরীর কেন্দ্রস্থল ছাড়া কোথাও মশক নিধন হচ্ছে না। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কিছু হ্যান্ড-স্প্রেয়ার থাকলেও তার কার্যক্রম সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের নিজম্ব মর্জির ওপর নির্ভরশীল বলেও অভিযোগ রয়েছে। এমনকি নগরীর অনেক এলাকায় গত ৬ মাসেও কোন মশার ওষুধ ছিটানো হয়নি বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে এসব বিষয়ে নগর ভবনের কনজার্ভেন্সী শাখার দায়িত্বপ্রাপ্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে