ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
ক্রমবর্ধমান সুদের হার ও বাংলাদেশে মুদ্রা বিনিময় হারের অস্থিতিশীলতা

যুক্তরাষ্ট্র ও চীন থেকে এফডিআই কমেছে

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১৯ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দেশে গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসা কমে গেছে প্রধান দুই বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন থেকে। আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান সুদের হার ও বাংলাদেশে মুদ্রা বিনিময় হারের ব্যাপক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়ায় পুঁজি দেশের বাইরে চলে যাওয়ার চাপ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ক্রমাগত সুদের হার বাড়ানোর মধ্যে বিদেশি পুঁজির দেশে আসার তুলনায় দেশ থেকে বেশি বেরিয়ে যাওয়ায় বাংলাদেশে মূলধন বিনিয়োগে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে কমে গেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত দুই বছরে বাংলাদেশের জন্য ঋণের সবচেয়ে বড় উৎস হিসেবে আবির্ভূত হয়েছে চীন। কিন্তু ২০২২ সালে দেশটি থেকে এফডিআইয়ের নিট প্রবাহ ১১৮ শতাংশ কমে ১৮৬ দশমিক ৬১ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২১ সালে দেশটি থেকে নিট এফডিআই এসেছিল ৪০৭ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর দেশ থেকে মূলধন বেরিয়ে গেছে ১৫৩ মিলিয়ন ডলার, যা অন্যান্য দেশের মধ্যে সর্বোচ্চ এবং আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। নিট এফডিআই কমে যাওয়ায় বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্র গত বছরের শীর্ষ অবস্থান থেকে পিছিয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষ বিনিয়োগকারীর জায়গা নিয়েছে যুক্তরাজ্য। তবে গত বছরে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে বলে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে। যুক্তরাষ্ট্র থেকে নিট এফডিআই গত বছরে ৩৯ দশমিক ৫৭ শতাংশ কমে ৩৫৪ মিলিয়ন ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে নিট মূলধন বিনিয়োগকারী দেশের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আর ১০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে তৃতীয় সর্বোচ্চ ইকুইটি মূলধন বিনিয়োগকারী দেশ ছিল চীন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্র থেকে ঋণের প্রবাহও আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কমে ৬৯৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে। বিদেশি পুঁজি বিনিয়োগ কমার কারণ জানাতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বিশ্ববাজারে সুদের হার বৃদ্ধির ফলে বিদেশি বিনিয়োগকারীদের নগদ অর্থপ্রবাহ কমেছে। ফলে ভবিষ্যতের রিটার্ন প্রক্ষেপণে নতুন সুদের হার বিবেচনায় নিলে নতুন বিনিয়োগ প্রকল্প এখন আর তাদের জন্য লাভজনক হবে না। এছাড়া গত বছর মুদ্রার বিনিময় হার খুব অস্থির ছিল। এ কারণে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া এখন বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। মেজবাউল হক বলেন, এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের মূলধন বিনিয়োগ কমেছে। চীনা বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আন্তঃ-কোম্পানি ঋণ ফিরিয়ে নেয়ার কারণে এটি হয়েছে। বাংলাদেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলো সাধারণত তাদের মূল কোম্পানির কাছ থেকে চলতি মূলধন নিয়ে থাকে। কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পর বিদেশি বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারে আরও লাভজনক জায়গায় বিনিয়োগের জন্য তাদের ঋণ ফিরিয়ে নিতে শুরু করে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বেঞ্চমার্ক সুদের হার ৫ শতাংশ থেকে ৫ দশমিক ২৫ শতাংশের মধ্যে উন্নীত করেছে, যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালের মার্চে যুক্তরাষ্ট্রে বেঞ্চমার্ক সুদের হার ছিল শূন্যের কাছাকাছি। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছে। ফেডের এই সুদহার বৃদ্ধির ফলে বাংলাদেশে ডলার সংকট দেখা দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক গত বছর টাকার অবমূল্যায়ন করেছে ১৭ শতাংশের বেশি। এখন প্রতি ডলারের মূল্য ১০৯ টাকা।
ডলারের দরের ব্যাপক ওঠানামা ও মূলধন বিনিয়োগে পতনের ফলে রিজার্ভ দ্রুত কমতে থাকে। গত বছর জুলাইয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪০ বিলিয়ন ডলার, চলতি ১২ জুলাই তা ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মূলত যুক্তরাষ্ট্র ও চীন থেকে নিট বিনিয়োগ হ্রাসের কারণে গত বছর মোট নিট ইকুইটি মূলধন বিনিয়োগ ১০ শতাংশ কমে ১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২১ সালে নিট ইকুইটি মূলধন বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছিল ৩৫ শতাংশ। তবে ২০২২ সালে নিট সরাসরি বিদেশি বিনিয়োগ ২০ শতাংশ বেড়ে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার হয়েছে। এ প্রবৃদ্ধি এসেছে মূলত পুনর্বিনিয়োগকৃত আয়ের ৬১ শতাংশ প্রবৃদ্ধির ওপর ভর করে। নিট সরাসরি বিদেশি বিনিয়োগের আরেক উপাদান আন্তঃ-কোম্পানি ঋণ গত বছর ১২৯ দশমিক ৬ শতাংশ কমেছে। এর কারণ বিদেশি কোম্পানিগুলো অন্যান্য বাজারে বিনিয়োগের জন্য তাদের ঋণ ফিরিয়ে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদহার বাড়ানোর কারণে ভারত ও চীনসহ অন্যান্য দেশ থেকেও গত বছর পুঁজি বাইরে চলে গেছে। তবে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে বিনিয়োগের ব্যাপক কমে গেলেও যুক্তরাজ্য, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসের মতো অন্যান্য শীর্ষ বিনিয়োগকারী বাংলাদেশে নিট বিনিয়োগের সামগ্রিক বৃদ্ধিতে অবদান রেখেছে। চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সরকার একটি অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়ার পরও চীন থেকে মূলধন বিনিয়োগ কমে গেছে।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) মহাসচিব আল মামুন মৃধা বলেন, ২০২০ সালে মহামারিকালে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ও দীর্ঘাদিন ফ্লাইট বন্ধ থাকায় চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সমস্যায় পড়েছিল। এছাড়া সরকার কয়েক বছর আগে বরাদ্দ দিলেও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বিনিয়োগে বাধাগ্রস্ত হয়। আল মামুন মৃধা বলেন, অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে দীর্ঘদিন ধরে কিছু জটিলতা চলছিল। এরপর বিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে বসে সমস্যা সমাধানের জন্য। আল মামুন মৃধা আশা প্রকাশ করেন, অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে অনেক চীনা বিনিয়োগকারী অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগ করবে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
আরও

আরও পড়ুন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি  বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা