সাত জেলায় সড়কে নিহত ৮
২১ জুলাই ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও আরো ১০ আহত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় সহোদর চালক-হেলপারসহ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, জামালপুর, নাটোর ও দিনাজপুরে একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরেকটি কাভার্ডভ্যানে থাকা সহোদর চালক-হেলপার নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যানচালক আজিজুল হক ও হেলপার রবিউল হক। তারা চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে। হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিকাল ৪টায় জানান, ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও হেলপার (দুই ভাই) গাড়ির ভেতরে চাপা পড়ে আটকে যান। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চালাচ্ছিলেন বড় ভাই আর গাড়িতে হেলপার হিসেবে ছিলেন ছোট ভাই। এসময় আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে নিহত হন দুজনই।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাজী সাহেব মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন বন্দর উপজেলার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত কাইয়ূম মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, নিহত রিমন সকালে বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল করে দুই বন্ধু নিয়ে সোনারগাঁ চৌরাস্তার যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হাজী সাহেব বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বানিয়া গ্রাম জামতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সউদী প্রবাসী মো. আশরাফুল ইসলাম। পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। সে কটিয়াদী উপজেলার বানিয়া গ্রামের মরহুম আব্দুল আওয়ালের ছেলে।
কক্সবাজার : কক্সবাজার শহরে লাবনী এলাকায় মাইক্রোবাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের ইউএন এইচ সি আর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে। আহতরা হলেন- সালাউদ্দিন, রুবেল তালুকদার, আতিকুর রহমান, আলম রায়হান ও মশিউর রহমান। তারা সবাই দুই অটোরিকশার যাত্রী ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, কক্সবাজারে তারকা মানের হোটেল ‘কক্স টুডে’-এর একটি মাইক্রোবাস হোটেল থেকে ছেড়ে এয়ারপোর্টে দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আরও একটি অটোরিকশার সঙ্গে এর ধাক্কা লাগে। ফলে অটোরিকশা দুইটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আলম রায়হানকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত ও আহত হয়েছে আরও একজন। গতকাল শুক্রবার দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জ শহর থেকে একটি কাভার্ডভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই শামীম মিয়া নামে এক কিশোর মারা যায়। এসময় আহত হয় একই এলাকার সাফিজল হকের ছেলে রাকিবুল হাসান নামে আরও এক যুবক।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
নাটোর : নাটোর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কা লেগে চালক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন। নিহত শফিকুল পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। গতকাল সকালে সদর উপজেলার নাটোর-ঢাকা মহামড়কের হজবতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক হজবতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় মৃদুল নামে আরও একজন আহত হন। নাটোর থানার ওসি নাসিম আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিনাজপুর : দিনাজপুর-দশমাইল-সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় মিন্টু নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ওই মহাসড়কে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত মিন্টু চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের চৌধুরীপাড়ার মো. বকুল মুন্সির ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল দুপুরে মিন্টু তার ব্যবহৃত মোটরসাইকেলে তেল নিয়ে দিনাজপুর-দশমাইল- সৈয়দপুর মহাসড়কে উঠতে ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সামনের রডের সাথে লেগে যায় এবং উপরে ভেসে ওঠে। কিছু সময় পরে মিন্টু ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুববরণ করেন। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন