সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৫ জুলাই ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় সভা, র‌্যালি,ও পোনা অবমুক্ত করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটে নানা আয়োজনে গতকাল জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, সরকারি পিসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. জিয়াউল ইসলাম, চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে নোয়াখালী পৌরপার্কের দিঘীতে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

খামার ব্যবস্থাপক বেগমগঞ্জ কে এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেরিন ও ফিশারিজ বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে সাতদিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভার অয়োজন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর ও জেলা মৎস্য দফতরের সিনিয়র পরিচালক আলমগীর কবির উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রাম কালেক্টরেট পুকুরে ৪০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়ের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাম মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী প্রমুখ।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, এডিএম আব্দুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) উপজেলা সংবাদদাতা জানান, বদলগাছী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় র‌্যালী, আলোচণা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পরে র‌্যালি, আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল বেলা ১১টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়া মৎস্য সপ্তাহের উদ্ধোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন।

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলা পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী মো. শহিদুল ইসলাম।

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতম কুমার হৌড় প্রমুখ।

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুলের নেতৃত্তে পোনামাছ অবমুক্ত, সড়ক র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর।

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদাদাত জানান, গতকাল দুপুরে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিজুন্নাহার এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার। উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেরা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী