প্রজ্ঞাপনেও অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ
০১ আগস্ট ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-কুরআন বিভাগের উদ্যোগে পুনর্মিলনীর জন্য আয়োজন সম্পন্ন করলেও দীর্ঘ আট বছরেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে আয়কৃত টাকা ফেরত না দেওয়ারও অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়টি সুরাহার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পরপর দুইটি লিখিত আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতে বিভাগ সেসময় উক্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপনও জারি করেছিল বলে জানা গেছে।
জানা গেছে, ২০১৬ সালে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন ছিল। দেশের পরিস্থিতির কারণে তৎকালীন ইবির সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার তিন দিন আগে পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফীকে ডেকে অনুষ্ঠানটি স্থগিত রাখতে বললে এটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে এটা আবার করার কথা ছিল সাবেক ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী সময়। এসময়ও জঙ্গি তৎপরতা দেখা দিলে বিভাগটিকে অনুমতি প্রদান করা হয়নি। পুনর্মিলনীতে যারা ফ্যামিলিসহ আসবে তাদের জন্য ১৫০০ টাকা এবং সিঙ্গেল ১০০০ টাকা ধরা হয়েছিল। বিভাগের শিক্ষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, প্রবাসী রয়েছেন তারা অনেকেই তাদের ইচ্ছে অনুযায়ী পুনর্মিলনীর জন্য অর্থ দিয়েছেন। যেখানে মোট টাকা উঠেছিল ৬ লক্ষ টাকা। যার মধ্যে নানা ধরনের পণ্য ক্রয় বাবদ প্রায় ৪ লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায়। বর্তমানে প্রায় ২ লক্ষ টাকার উদ্বৃত্ত আছে বিভাগে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক কয়েকজন শিক্ষার্থী জানান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ২০১৬ সালে পুনর্মিলনী হওয়ার কথা ছিল। এজন্য বিভাগের অ্যালামনাইদের থেকে টাকা উত্তোলন করা হয়। পরিস্থিতির কারণে আর পুনর্মিলনী করতে পারেনি। দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও পুনর্মিলনীর আয়োজন আর বিভাগটি করতে পারেনি এবং উত্তলোনকৃত টাকাও আর ফেরত দেয়া হয়নি কাউকে। যদিও এ বিষয়টি সুরাহার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পরপর দুইটি লিখিত আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতে বিভাগ সেসময় উক্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপনও জারি করেছিল।
অ্যালামনাই এসোসিয়েশন বাস্তবায়ন কমিটি ২০১৬ এর আহবায়ক প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, আমরা চেষ্টা করেছি পুনর্মিলনীর জন্য। পরিস্থিতির কারণে করতে পারিনি। পুনর্মিলনী বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। ব্যাগ ক্রয়, ম্যাগাজিন বানানোসহ সকল কাজ গুছানো ছিল। শুধু অ্যাপায়নটা ছাড়া সবই খরচ হয়ে গিয়েছিল। পরে ২০১৮ সালে কনভোকেশনের সময় উপস্থিত বিভাগের অ্যালামনাই সদস্যদের মাঝে বিতরণ করা হয়। ২০১৬ পুনর্মিলনী কমিটিতে প্রায় ৩০০ এর মত সদস্য রেজিস্ট্রেশন করে তার মধ্যে ২৩০ জন সদস্যদের মাঝে ক্রয়কৃত উপঢৌকনগুলো প্রদান করা হয়। দীর্ঘ দিন উপঢৌকনগুলো পড়ে থাকায় নষ্ট হওয়ার ভয়ে এটি করা হয়েছিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী।
তিনি আরো বলেন, বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝি বিভিন্ন বিভাগের অ্যালামনাইদের সাথে কথা বলে নতুন করে উদ্যোগ গ্রহণ করছেন। পরিস্থিতি ঠিক থাকলে এটি ভালোভাবে সম্পন্ন হবে।
এ বিষয়ে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝির কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা বিভাগের ইন্টারনাল বিষয়। অভিযোগকারী লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্য প্রদান করলে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ