ঢাকা শহরে অনিবন্ধিত রিকশা চলতে দেওয়া হবে না
০২ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ঢাকা শহরে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ধাপে ধাপে এসব অনিবন্ধিত রিকশা সমন্বিত কর্মপরিকল্পনা অনুযায়ী বন্ধ করা হবে। গতকাল বুধবার ধানমন্ডি এলাকায় রিকশা স্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নিবন্ধিত রিকশা ছাড়া অন্যান্য সকল রিকশা অবৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং অবৈধ রিকশা ব্যাটারিচালিত হোক কিংবা অনিবন্ধনকৃত পায়ে চালিত রিকশা হোক এগুলো ঢাকা শহরে চলতে পারবে না। এই কার্যক্রম একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। ধাপে ধাপে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এটি বাস্তবায়ন করব। রিকশা মালিক সমিতিও রাজি হয়েছে যে, নিবন্ধিত রিকশা ছাড়া ঢাকা শহরে তারা আর কোনো রিকশা পরিচালনা করবেন না।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। আমরা চাইব, ঢাকা শহরে শুধু বৈধ নিবন্ধনকৃত রিকশা চলাচল করুক। সেজন্য আমরা রিকশা মালিক সমিতির সঙ্গে বসেছি। তারাও রাজি হয়েছেন, এখন থেকে নির্ধারিত স্থান থেকেই তারা রিকশা সেবা পরিচালনা করবেন। তারই পরিপ্রেক্ষিতে সড়ক নম্বর-২ এর ভেতরে ১০টি রিকশা রাখার স্থান আমরা নির্ধারণ করে দেব। জায়গাটা রং দিয়ে, স্ট্যান্ড দিয়ে সুন্দর একটি পরিবেশ আমরা করে দেব এবং তারাই এটা পরিচালনা করবেন। আমরা এই দায়িত্বটা তাদেরকেই দিচ্ছি।
শেখ তাপস বলেন, আমরা মনে করি, ঢাকা শহরে রিকশা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ একটি বাহন। যা দিয়ে এখনো ঢাকা শহরে প্রায় ৩০ ভাগ মানুষ যাতায়াত করে। সুতরাং এই গণপরিবহনকে আমাদের শৃঙ্খলাবদ্ধ করতে হবে। যাতে করে মানুষ সেখান থেকে আরও সুফল পায়। আমরা চাই, নির্ধারিত জায়গা থেকে যাত্রীরা রিকশায় উঠবেন এবং নির্ধারিত জায়গায় আবার নেমে যাবেন। সুতরাং তাদের যাতায়াতের যে কার্যক্রম রয়েছে তা শৃঙ্খলার আওতায় আসবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সাত মসজিদ সড়ক, ধানমন্ডির পশ্চিম প্রান্তের ঝিগাতলা, হাজারীবাগে ব্যাপক জনগোষ্ঠীর যে যাতায়াত ব্যবস্থা, সেটিকে আরও সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার জন্য নির্ধারিত স্থানে রিকশা স্ট্যান্ডের ব্যবস্থা করছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
গলায় ভাত আটকে মারা গেলো সাংবাদিক কন্যার
ড. ইউনূসের সঙ্গে ইতালির বিখ্যাত অপেরা গায়কের সাক্ষাৎ
জুলাই অভ্যুত্থান নৃশংসতা ফেব্রুয়ারিতে প্রকাশ হবে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন
ফের বিমানবন্দরে হুমকির বার্তা, শাহজালালে নিরাপত্তা জোরদার
চীনে শিক্ষা সফর অনুষ্ঠিত
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান