গায়েবি মামলা প্রত্যাহার না হলে থানা ঘেরাওয়ের হুমকি
০৩ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:০৯ এএম
নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা গায়েবি মামলা প্রত্যাহার করা না হলে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতারা। এ ছাড়াও যেসব পুলিশের সদস্য এসব মিথ্যা মামলা দায়েরের ঘটনায় জড়িত তাদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান বলেন, গত ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও বাঁশখালী থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় বাদী হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মামলায় হজে থাকা নেতাদেরও আসামি করা হয়েছে।
এর মধ্যে গত ১৬ জুলাই পটিয়া থানায়, ২০ জুলাই বাঁশখালী থানায়, ২২ জুলাই লোহাগাড়া থানায়, ২৮ জুলাই চন্দনাইশ থানায় এবং ১ আগস্ট বোয়ালখালী থানায় এই মামলাগুলো দায়ের করা হয়। প্রত্যেক থানায় রুজু করা মামলায় একই ধারা ব্যবহার করে শুধুমাত্র স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতিত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ধারা উল্লেখ করেছে, যাতে করে মামলা কঠিন হয়। অথচ ওইসময় ওই এলাকাতে কোনো প্রকার জমায়েত, মিছিল সমাবেশ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা শুধুমাত্র আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার জন্য করা হয়েছে।
তিনি আরও বলেন, চন্দনাইশ থানায় যে মামলা করা হয়েছে সেখানে যাদের আসামি করা হয় তাদের মধ্যে হজ পালনের জন্য দেড় মাস সউদী আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল করিম। তারা দেশে আসেন ৩০ জুলাই। মামলাগুলোতে ঘটনা বর্ণনায় যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন এবং বানোয়াট। আমরা খবর পেয়েছি অন্যান্য থানায়ও এ ধরনের মামলা করার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট চুরির নির্বাচনে জোর করে ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি।
তিনি বলেন, দেশে-বিদেশে মানুষের কাছে আস্থা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে সরকার। মানুষ তাদের আর ক্ষমতায় চাইছে না সেটা দেখে তারা নিজেদের গদি রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। তাই তারা তাদের পুরোনো কায়দায় নতুন করে সারা দেশে মিথ্যা এবং গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরানোর পাঁয়তারা করছে।
আবু সুফিয়ান বলেন, সমাবেশ ও সভা অনুষ্ঠান করা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। বর্তমান অবৈধ সরকারের ওপর জনগণের কোন আস্থা নেই। আর তাই ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে দমন-পীড়ন চালাচ্ছে।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব থানাগুলোতে এসব মিথ্যা গায়েবি মামলা করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে সেসব মামলা যদি প্রত্যাহার করা না হয় তবে আমরা থানাও ঘেরাও কর্মসূচির ডাক দেব। যেসব পুলিশের সদস্যরা এসবের সঙ্গে জড়িত তাদেরও তালিকা আমরা করছি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, মফজল আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান