চোরাচালানে জাল রুপি আর মাদক ব্যবসায় নকল টাকার ব্যবহার
০৫ আগস্ট ২০২৩, ১০:২২ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ব্যবসায় লোকসান হলে জাল টাকা বেচাকেনার সঙ্গে জড়িত হুমায়ুন ও শফিউল্লাহের সঙ্গে যোগ দেন গ্রাফিক্স ডিজাইনে পড়াশুনা করা রবিন। জাল টাকার চেয়ে জাল রুপিতে আগ্রহী হয়ে ওঠে চক্রটি। এরপর জাল টাকায় মাদক চোরাচালানে এবং জাল রুপি সীমান্ত থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্য চোরাচালানের মূল্য পরিশোধ করে আসছিল তারা। এ অবৈধ কারবারে নিজের ভাই ও ভাগ্নেকেও সংযুক্ত করেন। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।
তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় লালবাগ শ্মশানঘাট কালীমন্দিরের সামনে থেকে মো. মাহিকে বাংলাদেশি ১ হাজার টাকার ৫০টি জাল নোটের ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহির মামা সাজ্জাদ হোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়কে কেরানীগঞ্জের কানারগাঁওয়ের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে জাল নোট এবং ভারতীয় রুপিসহ জাল টাকা ও জাল রুপি তৈরির ল্যাপটপ, প্রিন্টার, একটি স্ক্রিন প্রিন্ট ফ্রেম, জালনোট তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন রবিন পেশায় গ্রাফিক্স ডিজাইনার। হুমায়ুন কবির সিকদার ও মো. শফিউল্লাহ্ সিকদার রবিনকে সার্বিক সহযোগিতা করে। হুমায়ুন ও শফিউল্লাহ ২০০৭ সাল থেকেই জাল টাকা তৈরির কারবারে জড়িত। জাল টাকা ও জাল রুপি তৈরিতে রবিনকে সহযোগিতা করে সাদমান হোসেন হৃদয়।
রবিন জাল টাকার চেয়ে রুপিই বেশি তৈরি করতেন। এখন পর্যন্ত রবিন জাল টাকা ছাড়াও প্রায় পাঁচ কোটি রুপি তৈরি করে চক্রকে সরবরাহ করেছে। সীমান্তে চোরাচালানে রুপি ও টেকনাফ সীমান্তে ইয়াবার চালান আনার ক্ষেত্রে রুপির অর্ডার দিতেন হুমায়ুন ও শফিউল্লাহ। সর্বশেষ টেকনাফ থেকে ইয়াবার চালান আনার জন্য জাল টাকা তৈরির অর্ডার দেয় তারা। সেটিই তৈরি করেছিলেন রবিন। তবে সরবরাহের আগেই ধরা পড়ে যান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫