গফরগাঁওয়ে সরকারি কলেজে দুর্ধর্ষ চুরি, আটক ২
০৬ আগস্ট ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় গফরগাঁও সরকারি কলেজের ১৩টি কক্ষের প্রায় অর্ধশতধিক তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ২টি ল্যাপটপ, সিসি ক্যামেরার সেটাপ হার্ডডিস্কসহ মনিটর, আইপিএসের ব্যাটারি, নগদ পাঁচ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
গত শনিবার দিবাগত রাতের শেষের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় গফরগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর কাজী ফারুক আহাম্মদসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গফরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসের চারদিকে নিরাপত্তা প্রাচীর ও প্রতিটি ভবনে কলাপসেবল গেইটসহ বারান্দায় স্টিলের গ্রিল রয়েছে। বাইরে থেকে ভেতরে প্রবেশের কোনো পথ নেই। রাতে দুই জন নৈশ প্রহরী দায়িত্ব পালন করেন। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে নৈশ প্রহরী হেলাল ঘুমিয়ে পড়েন এবং উমর ফারুক নিজের বাসায় চলে যান। এ সময় সংঘবদ্ধ চোরের দল একাডেমিক মূল ভবনের কলাপসেবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে বারান্দায় লাগানো সিসি টিভি ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে দেয়।
পরে নিচ তলায় প্রিন্সিপালের কক্ষ, আইটি কক্ষ, হিসাব শাখা, অফিস কক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, স্টোর কক্ষ, শিক্ষক পরিষদ কক্ষ, দুই তলায় অবস্থিত লাইব্রেরি ও মনোবিজ্ঞান বিভাগের তালা কেটে কক্ষে প্রবেশ করে প্রতিটি কক্ষের সিসি ক্যামেরা ঘুরিয়ে দেয় এবং বিভিন্ন আলমিরার প্রায় ৫০টি তালা কেটে পাঁচ লক্ষাধিক নগদ টাকা, ২টি ল্যাপটপ, সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ মনিটর, আইপিএসের দুইটি ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চোরের দল চলে যায়। নৈশ প্রহরীরা ভোরের দিকে চুরির ঘটনা খোঁজ পেয়ে অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের জানায়।
গফরগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বলেন, খবর পেয়ে সাথে সাথে আমি কলেজে ছুটে আসি এবং গফরগাঁও থানাকে অবহিত করি। এটি নিছক কোনো চুরির ঘটনা নয়। এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সময় দায়িত্বরত দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং চুরি যাওয়া মালামালের তালিকা পেয়েছি। কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না জনগণ: সারজিস আলম
কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটপাট
সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদন্ড
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোড়ারকান্দা দরবার শরীফের ওয়াজ মাহফিল ১৭-১৮ জানুয়ারি
সাটুরিয়ায় ৭০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরন, দুই বিক্রেতাকে জরিমানা
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাহাদত হোসেনের ইন্তেকাল
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি