বরিশাল সরকারি হাসপাতালে সাড়ে ৭ মাসে ৫০ হাজার ডায়রিয়া রোগী
১৪ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
বরিশালে নিয়ন্ত্রণহীন ডায়রিয়া পরিস্থিতির সামান্য কিছুটা উন্নতি হতে শুরু করলেও এখনো প্রতিদিন গড়ে দেড়শ নারী-পুরষ ও শিশু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। বরিশাল অঞ্চলের সমাজ ব্যবস্থার সাথে ডায়রিয়া এখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে বলে মনে করছেন চিকিৎসকসহ ওয়াকিবাহল মহল।
চলতি বছরের গত সাড়ে ৭ মাসে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৫০ হাজার রোগী ভর্তি হয়েছেন। এসময় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন আরো প্রায় সমসংখ্যক ডায়রিয়া রোগী। একইসাথে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও আরো অন্তত দ্বিগুন ডায়রিয়া রোগী ব্যবস্থাপত্র নিয়ে ঘরে চিকিৎসা নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
তবে গত ১৫ দিনে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও গত দেড়মাসে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৬ হাজার ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
গত বছর বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ৭০ হাজার ডায়রিয়া রোগী সরকারি হাসপাতালে ভর্তি হলেও আগের বছর সংখ্যাটা ছিল প্রায় ৭২ হাজার। তবে গত বছরের মতো চলতি বছরও দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছেন।
এক সময়ে বিশুদ্ধ পানির সঙ্কট এ অঞ্চলে ডায়রিয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হলেও এখন বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে ‘পথ খাবার’ ডায়রিয়াসহ সব ধরনের পেটের পীড়ার মূল উৎসস্থল বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
এদিকে সোমবারর দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে যে প্রায় ৫০ হাজার ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন, তারমধ্যে দ্বীপজেলা ভোলাই শীর্ষে। জেলাটিতে ইতোমধ্যে ডায়রিয়া আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার নারী-পুরুষ ও শিশু সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় ১১ হাজারের কাছাকাছি সংখ্যা নিয়ে পরের অবস্থান পিরোজপুরের। প্রায় ৮ হাজার ৭শ’ রোগী নিয়ে পটুয়াখালীর অবস্থান তিন নম্বরে। ৭ হাজারের ওপরে ডায়রিয়া রোগী নিয়ে বরিশাল রয়েছে ৪র্থ অবস্থানে। ৫ম স্থানের বরগুনাতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যাটা ৬ হাজারের কাছে। আর দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতেও গত সাড়ে ৭ মাসে প্রায় ৫ হাজার ডায়রিয়া রোগী সরকারি হাসপাতাগুলোতে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত দুই দশকে দক্ষিণাঞ্চলে বিশুদ্ধ পানির সরবারহ বহুগুন বেড়ে এখন প্রায় শতভাগ মানুষের দোড় গোড়ায় তা পৌঁছলেও গত ৩ বছর ধরে ডায়রিয়া যথেষ্ঠ উদ্বেগ ছড়াচ্ছে। এমনকি করোনা মহামারীর মধ্যে ২০২১ সালে ডায়রিয়া অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছিল। গত বছরও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা হ্রাস না পেলেও কোনো মৃত্যু ছিল না। চলতি বছরও এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা গত বছরের প্রায় কাছাকাছি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডায়রিয়া প্রতিরোধে শুধু বিশুদ্ধ পানি পানই নয়, মুখরোচক নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিহারে সবাইকে সচেতন হবার আহ্বান জানান।
সরকারি হাসপাতালেই ডায়রিয়া রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত খাবার স্যালাইন ছাড়াও সব ধরনের এ্যন্টিবায়োটিক ক্যাপসুল ও সাসপেন্সন মজুত রয়েছে। তার মতে, দক্ষিণাঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ১ হাজার এমএল’এর প্রায় ৪৪ হাজার ব্যাগ ও ৫শ’ এমএল’এর ২২ হাজার ব্যাগ আইভি স্যালাইন মজুত আছে। আরো পর্যাপ্ত সংখ্যক স্যালাইন ও ক্যাপসুলসহ বিভিন্ন ওষুধ প্রতিনিয়ত আসার পথে রয়েছে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ