বিভিন্ন কর্মসূচির মধ্যে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৫ আগস্ট ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিকে বরগুনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সময় যুবলীগ ও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের প্রতিবেদেন-

চট্টগ্রাম ব্যুরো জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে চট্টগ্রামবাসী। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগর সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ‘বঙ্গবন্ধুর মুরাল্যে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিকসহ রাজশাহীবাসী। অপরদিকে, দিবসটি উপলক্ষে নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনভর মাইকে ৭ মার্চের ভাষণ বাজানো হয়।

যশোর ব্যুরো জানায়, নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিবসটি। সকালে জেলা প্রশাসন ও জেলা আ.লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, সভা ও দোয়া মাহফিল। জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আ. লীগ, যুবলীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান কর্মসূচিতে অংশ নেয়।

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, দিবসটি উপলক্ষে উপজেলার মুড়াপাড়া এলাকায় বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-৩ আসনের এমপি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীসহ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে (ডিসি) কামরুল হাসান ও জেলা পুলিশের পক্ষে (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুর জেলা আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সভা ও পৌরসভার মধ্যে অবস্থিত প্রতিটি মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এদিন শাহাদত বরণকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদ মাদরাসায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সোনারগাঁয়ে একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ দিনটি পালন করা হয়। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনাসভা ও গণভোজের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে পতাকা উত্তোলন ও শোক র‌্যালি বের হয়। শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে সকালে জেলা প্রশাসন ও জেলা আ. লীগ প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটে এ উপলক্ষে ২০ বিজিবির উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। সকাল ৮ টায় বাগেরহাট জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলরোড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় দিবসটিকে কেন্দ্র করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারী, স্বায়িত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৬টায় জেলা কার্যালয়ে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. মো. আবু জাহির এমপি।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় জেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

নাটোর জেলা সংবাদদাতা জানান, নানা আয়োজনে নাটোরে জেলা প্রশাসন ও জেলা আ. লীগ পৃথক পৃথক ভাবে দিসবটি পালন করেন। সকাল ৯টায় জেলা প্রশাসন চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর ২ আসনের মো. শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে নেত্রকোণায় গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ উদ্যোগে পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. আরিফুর রহমান।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগসহ নানা শ্রেণীপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরে ঘটা ভাবে পালন করা হয় দিনটি। জেলা কালেক্টরেটের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে প্রশাসকের কার্য্যালয়ের চত্ত¡রে সূবর্ণ অহংকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আ.লীগ, যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ও র‌্যালী সভার আয়োজন করা হয়।

ইবি সংবাদদাতা জানান, ইবিতে সকাল ১০টায় প্রশাসন ভবন থেকে শোক র‌্যালি বের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর‌্যালে গিয়ে শেষ হয়।

কুবি সংবাদদাতা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচিতে গ্রহণ করা হয়। ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃৃত্বে র‌্যালি বের করা হয়।

পটুয়াখালী জেলা সংবাদদদাতা জানান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিএন, বন্দরের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, বৃক্ষ রোপন ও বিভিন্ন কর্মসূচি পালন করেন এ উপলক্ষে।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, জেলা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিনটি পালন করা হয়। জেলা ও পুলিশ প্রশাসনসহ সকল সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, জেলার বিভিন্ন স্থানের মসজিদ, মন্দির ও প্রার্থনালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে। এছাড়া দুপুরে সারা জেলায় কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ টেংকেরপাড় থেকে একটি শোক র‌্যালী বের হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

হিলি সংবাদদাতা জানান, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে দিবসটি ঘটা ভাবে পালিত হয়। সকাল ৮টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে সামনে কালো পতাকা উত্তোলন এবং দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, কোরানখানী, মিলাদ, বৃক্ষরোপণ ও সভার মধ্যদিয়ে আনোয়ারায় দিবসটি পালিত হয়েছে।

বদলগাছী (নওগাঁ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালিত হয় । এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, বামনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের সময় যুবলীগ ও ছাত্রলীগের দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সংরক্ষিত নারী আসনের সুলতানা নাদিরা এমপির পক্ষে দেওয়া পুষ্পস্তবকও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে কর্তব্যরত পুলিশ সদস্য ও আ. লীগের নেতারা দু’পক্ষকে শান্ত করেন।

ভাÐারিয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় এ উপলক্ষে প্রশাসন, উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেপি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘটা ভাবে দিবসটি পালন করেন।

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, এদিন চাটখিল পৌর শহরে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এই উপলক্ষ্যে পৌরশহরের মাখরাজ মসজিদ সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চিলমারীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে দিনটি পালন করা হয়। কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক মিনিট নিরবতা করা হয়।

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আ. লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে ছিল পুষ্প অর্পণ দোয়া মাহফিল সভা চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও কাঙ্গালী ভোজের আয়োজন।

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, দৌলতখানে আ. লীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্বরণ করেন। এর মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

দেওয়ানগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় সকাল ১০টায় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রসাসন, উপজেলা আ. লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ধামরাইয়ে আ. লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, গোদাগাড়ীতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদ নিজ নিজ উদ্যোগে কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেলে উপজেলা আ.লীগ শাখার উদ্যোগে পৌর সদরের পাট বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহিপুর থানা যুবলীগ ও শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

কিশোরগঞ্জ (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা যুবলীগ দুস্থ্য ও সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। বেলা ১১টার দিকে যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে একটি বণার্ঢ্য শোক র‌্যালি বের করা হয়।

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বক্রু নেতৃত্বে মধুখালী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোকের প্রতিক কালো পতাকা উত্তোলন করা হয় ।

মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, মনিরামপুর উপজেলা আ. লীগের অভ্যন্তরীণ কোন্দলে চার ভাগে কর্মসূসি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

নগরকান্দা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, নগরকান্দা প্রসাশনের আয়োজনে পালন করা হয় দিনটি। সকাল ৯টায় ফরিদপুর-২ আসনের শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি’র নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আ. লীগ ও অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, সদরপুরে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতর পুষ্পমাল্য অর্পণ করেন। ১ মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দিবসটির সূচনা হয়।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আ. লীগসহ সরকারি বিভিন্ন দফতর।

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানাবিধ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। সকাল ১২টায় ভবেরচর মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সৌজন্যে গণভোজ,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, রাণীশংকৈলে সকালে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় ২১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে গফরগাঁও উপজেলায় দিবসটি পালিত হয়। ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেলে এমপির সভাপতিত্বে সভার আয়োজন করা হয়।

আরিচা সংবাদদাতা জানান, শিবালয় উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালিত হয়।

ভাংগা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ভাংগাবাসয় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি।

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্য্যড. আবুল হাসেম খান।

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, হিজলা প্রশাসন, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা কলেজ সহ ৬টি ইউনিয়ন এর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কালীগঞ্জে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

কমলনগর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে ল²ীপুরের কমলনগরের ৫ শাখায় সদস্য ও সাধারণ মানুষের মাঝে ১০ লাখ গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক।

কুষ্টিয়া জেলা সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচির ও জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে। এছাড়া কুষ্টিয়ার ৬টি উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়ায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে।

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আ.লীগ পার্বতীপুর উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ, তাপ বিদ্যুৎ কেন্দ্র শাখা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভা, দোয়া মাহফিল, আয়োজন করে দিবসটি উপলক্ষে।

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের তিন গ্রæপ দিবসটি পালন করেছে। পটিয়া এস. রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা আ.ক.ম. সামসুজ্জামান।

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা জানান, রাজাপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি- ১ আসনের সাংসদ বজলুর হক হারুন। এসময় তিনি যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে যুব ঋনের চেক বিতরণ করে।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল

জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল

যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না

যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

ভারতের  প্রথম মহিলা  নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ