টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে!
১৮ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
দেশের কার্ব মার্কেট বা খোলাবাজারে যুক্তরাষ্ট্রের মুদ্রার দাম বেড়েছে। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১৬ টাকা ৫০ পয়সা থেকে ১১৭ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১১২ থেকে ১১৪ টাকা। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজ ঘুরে এই তথ্য পাওয়া যায়। মতিঝিল দিলকুশায় ডলার কেনাবেচা করেন বেলাল হোসেন। তিনি বলেন, এদিন ১১৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৭ টাকায় ডলার বিক্রি হয়েছে। আগের দিন বুধবার ছিল ১১৫ টাকা। তিনি বলেন, দেশে এখনও ডলার সংকট কাটেনি। এই পরিস্থিতিতেও চাহিদা বেশি রয়েছে। এছাড়া সাধারণত, বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার বাজার ঊর্ধ্বমুখী থাকে। তাই মার্কিন কারেন্সির দাম একটু বেশি।
বিদেশি মুদ্রার সংকট কাটাতে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১০৯ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দামও সর্বোচ্চ এটিই বেঁধে দিয়েছে তারা। তবে আমদানিকারক ও উদ্যোক্তাদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূল্যে ডলার বিক্রি করছে না ব্যাংকগুলো।
পোল্ট্রি খাতের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সহসভাপতি আনোয়ারুল হক বলেন, আমরা নাকি স্বেচ্ছায় ডিম ও মুরগির দাম বাড়াচ্ছি? এ নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু ডলারের দর বাড়ছে কেন? ইসলামী ব্যাংক থেকে ১১৪ টাকা ৫০ পয়সায় ডলার কিনছি। ১ ডলারে ৫ টাকা বেশি নিচ্ছে তারা। এই খরচ বহন করবে কে? একটা ব্যাংকও নির্ধারিত মূল্যে তা দেয় না। বিদেশে চিকিৎসা, শিক্ষা, ভ্রমণের জন্য নগদ ডলার দরকার হয়। অস্ট্রেলিয়ায় শিক্ষাবৃত্তি পাওয়া চয়ন চৌধুরী বলেন, এদিন কয়েকটি ব্যাংক ঘুরেও ডলার পাইনি। পরে খোলাবাজার থেকে ১১৭ টাকায় কিনেছি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, শুনছি; অনেক ব্যাংক বাফেদার নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করছে। তাদের পর্যবেক্ষণ করছি আমরা। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে। করোনা মহামারি-উত্তর অর্থনীতি পুনরুদ্ধারে দেশে ডলারের চাহিদা বেড়ে যায়। এর মাঝে গত বছরের শুরুর দিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এতে বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। ফলে আমদানি ব্যয়ও বৃদ্ধি পায়। এই অবস্থায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়। এতে চাপে পড়ে টাকা। ফলে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে সংকট আরও বাড়ে। পরে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) ওপর দায়িত্ব ছেড়ে দেয় তারা।
এখন এই দুই সংগঠন মিলে রফতানি ও রেমিট্যান্স এবং আমদানি দায় পরিশোধের ডলারের মূল্য নির্ধারণ করছে। সবশেষ রফতানিকারকদের জন্য প্রতি ডলারের দাম ১০৮ টাকা ৫০ পয়সা, রেমিট্যান্সে ১০৯ টাকা এবং আমদানিতে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা ঠিক করে দিয়েছে তারা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংকে ডলার লেনদেন হয় ১০৯ টাকা ৫০ পয়সায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশীয় অস্ত্রসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী আটক
'দি ওডিসি' সিনেমায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছেন নোলান
রোমানিয়ার নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষোভ
বাউফলে হামলা-পাল্টা হামলা, বিএনপির এক পক্ষের মানববন্ধন ও আরেক পক্ষের সংবাদ সম্মেলন
১৫ দিনের মধ্যে সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২১ সাংবাদিক
চাকরিচ্যুত সাবেক সেনাদের সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
আশুলিয়ায় ভবন মালিকের স্বেচ্ছাচারিতায় অর্ধশত শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
৫ আগস্টের পর বেশ কয়েকটি ইসলামী ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল
মেহেরপুরে তসলিমা হত্যা মামলায় ২ জন আটক
ঈশ্বরদীতে ৫ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ বাবা গ্রেফতার
নাসার নতুন সাঁতারু রোবট , ইউরোপায় প্রাণের খোঁজে এক বিস্ময়কর যাত্রা
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র লিখিত দলিল হিসেবে থাকবে : সারজিস
ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না : রিজভী
উখিয়ায় চুরির দায়ে পিটিয়ে এক যুবককে হত্যা, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন
৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আবদুল্লাহ
বিধ্বস্তের আগে যে বার্তা পাঠিয়েছিলেন বিমান যাত্রী
সিলেটে ‘পানি লাগবো পানি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় তাপপ্রবাহ ও ঝুঁকির সতর্কবার্তা