শরীয়তপুরে ভেকুর আগ্রাসনে ক্ষতি হচ্ছে কৃষি জমির লাখ টাকা জরিমানা, ৪ ভেকু আটক
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
শরীয়তপুরে ৬টি উপজেলার বিভিন্নœ স্থানে অবৈধ ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে মৎস্য ঘের তৈরি করা হচ্ছে। এতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। জেলা সদরসহ ৬টি উপজেলায় প্রায় অর্ধশত ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে নেয়ায় একদিকে যেমন কৃষি জমি কমে যাচ্ছে, অন্যদিকে শত শত কৃষক বেকার হয়ে গেছেন। এছাড়া রাস্তার পাশে মাটি কেটে মৎস্য ঘের তৈরি করায় হুমকির মুখে পড়েছে এলজিইডি’র নির্মিত বহু সড়ক।
জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কলেক্টর অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আটং গ্রামে অবৈধ ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয় হৃদয় মোল্লা নামের একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার রুদ্রকর বিলে অবৈধ ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে মৎস্য ঘের তৈরি করার অভিযোগে ৪টি ভেকু আটক করে এর ৩টি বিকল করা হয়েছে এবং ১টি ভেকু তাদের অধীনে আটক করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল মামুন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, জেল-জরিমানার পরেও থামছে না অবৈধ ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার উৎসব।
বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলার ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার এলাকায় ৪টি অবৈধ ভেকু দিয়ে মাটি খনন করে মৎস্য ঘের তৈরি করা হচ্ছে। একই উপজেলার মহিষার, নারায়নপুর, দামগারিয়া, সখিপুরের বিভিন্ন এলাকায় বিলে ভেকু দিয়ে দেদারচ্ছে মাটি কাটা হচ্ছে। এছাড়া, মাইলের পর মাইল ড্রেজার পাইপ সংযোগ দিয়ে কৃষি জমির মাটি কেটে উজাড় করা হচ্ছে। ভেকু দিয়ে জমির টপ সয়েল ও ড্রেজিংয়ের মাধ্যমে ফসলি জমিগুলোকে ১০ থেকে ২০ ফুট গভীর গর্ত করা হচ্ছে। এতে আশ-পাশের ফসলি জমি ভেঙে তৈরি হচ্ছে জলাশয়। ভেঙে পড়ছে পাশের রাস্তা। বালারবাজার এলাকার কৃষক আলী আহাম্মদ বকাউল, ছমির উদ্দিন শেখ, রাজিব হোসেনসহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন, এভাবে ফসলি জমির মাটি বিক্রি হতে থাকলে ফসল উৎপাদনে হ্রাসসহ রাস্তার পাড় ভাঙন ঠেকানো সম্ভব হবে না। তাছাড়া, মাহেন্দ্রা ও ট্রাক্টরের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। আর এতে কৃষি ফসলের উৎপাদন হ্রাসের শঙ্কা রয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা।
সখিপুরের কৃষক মো. নুরুল ইসলাম, আব্দুর রহমান, দ্বীন ইসলামসহ অনেকে জানান, আমাদের এই চক থেকে প্রতিনিয়তই মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা। তৈরি করছেন মাছের ঘের। কিছুদিন আগে প্রশাসন পক্ষ থেকে নিষেধ করার পর কিছুদিন বন্ধ ছিল মাটি কাটা। কিন্তু এখন আবার পুনরায় সব কিছু মেনেজড করে চালু করেছে মাটি কেটে মৎস্য ঘের তৈরির উৎসব।
তারা আরো বলেন, এলাকায় দেদারছে চলছে ড্রেজার, ভ্যেকু ও মাটিবাহী মাহেন্দ্রা ও ট্রাক্টর। আর এতে রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বৃষ্টি হলে এ ধুলাবালি থেকে সম্পূর্ণ পাকা রাস্তা কাঁদায় পরিণত হয়। আর এতে করে আমাদের এখানে স্কুল, কলেজ ও মাদরাসা পড়–য়া ছাত্রছাত্রীদের চলাচলে পড়তে হয় চরম ভোগান্তিতে।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধ ভেকু ও ড্রেজার দিয়ে যারা কৃষি জমি ক্ষতি করে মাটি কেটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন