বিগত সরকারের চুরির ক্ষতি পুষিয়ে উঠতে বিদ্যুৎ-গ্যাসের দাম ও ট্যাক্স বাড়াতে হচ্ছে
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম
বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। এই ক্ষতি পুষিয়ে উঠতে শিল্পখাতে বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে-এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গতকাল রাজধানীতে চার দিনব্যাপী আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো-২০২৫ প্রদর্শনীর উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। উদ্বোধন শেষে এক্সপোতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা। প্রদর্শনীতে বিশ্বের ২৫টি দেশের ৫০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে অনুষ্ঠানে গার্মেন্টস খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বলেন, দেশের উন্নয়নে গার্মেন্টস সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাই এই খাত সংশ্লিষ্ট সব পণ্য ও সুবিধাসমূহ সহজলভ্য করতে হবে বলে জানান তারা।
স্বাগত বক্তব্যে বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, বাংলাদেশের পোশাক রফতানির ৪৭ বিলিয়ন মধ্যে এই খাতের অবদান প্রচ্ছন্ন রপ্তানি রয়েছে ৭ বিলিয়ন। তবে মোট রফতানি আয় ৮ দশমিক ৫ বিলিয়ন, এরমধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন সরাসরি রফতানি হয় । তিনি বলেন, করোনা মহামারীর সময় যখন সব পন্য আমদানি বন্ধ হয়ে যায় একমাত্র ওষুধ ছাড়া, তখন রপ্তানি পন্যের শতভাগ এক্সেসরিজ ও প্যাকেজিং যোগান দিয়ে ছিল স্থানীয় প্রতিষ্ঠানগুলো। ব্লুমবার্গ এর এক প্রতিবেদনকে উদ্বৃত করে শাহরিয়ার বলেন, ২০২১ সালে এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের বিশ্বাব্যাপি চাহিদা ছিল প্রায় ৭৫০ বিলিয়ন। এই বাজার ধরতে সরকারের রফতানি প্রনোদনা পেলে সরাসরি রফতানি আরও বাড়বে আশা করেন বিজিএপিএমইএ সভাপতি। বিাজিএপিএমইএ সাবেক সভাপতি চৌধুরী রাফেজ আলম বলেন, মেলায় ৭৭ কোম্পানি ২৭০ বুথে তাদের পন্য নিয়ে হাজির হয়েছেন। আগে আমাদেরকে বিদেশি মেলায় অংশগ্রহণ করতে হতো। ৮০র দশকের শেষ পর্যন্ত সব ধরনের এক্সেসরিজ ও প্যাকেজিং পন্য বিদেশ থেকে আমদানি করতে হতো, যা র লিড টাইম বেড়ে যেত। ২০৩০ সালে ১০০ বিলিয়ন পোশাক রফতানির লক্ষ্য অর্জন করতে সরকারের সহায়তা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমর পলিসিগত কিছু বৈষম্যের শিকার। তিনি বলেন, এখন আবার গ্যাসের দাম বাড়লে এই শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এখাতে ব্যবসা করতে এসে পদে পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতে করে পরবর্তী প্রজন্ম ব্যবসা থেকে সরে যাবে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আমরা এক অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। সরকার আবারও গ্যাসের দাম বাড়াচ্ছে। বিগত সরকার অংশীজনদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই সরকারও কোন ধরনের আলোচনা ছাড়াই একই কাজ করলো। আলোচনা করতে বসলে আমরাও আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারতাম। আমদানির পর আপনাদের ব্যালেন্ডেড কস্ট কত হবে তা নিয়ে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। সরকারের কাছে আমাদের কোন চাওয়া নাই। একটা দাবি সরকার যেন নিজরা নিজেদেরকে সাহায্য করে। এখন আমাদের উচিত হবে নিজেদের কারখানাগুলো গুটিয়ে নেওয়া, যত তাড়াতাড়ি তা করবো, তত লস কম হবে।
বিকেএইএর সভাপতি মোহাম্মাদ হাতেম বলেন, হঠাৎ করে কেন প্রতি ইউনিট গ্যাসের দাম ৭০-৭৫ টাকা দিতে হবে তা আমাদের বোধগম্য নয়। এতে করে স্থানীয় নতুন ও পুরনো শিল্পগুলো নিজেদের মধ্যে অসম প্রতিযোগিতায় পড়বে। আন্তর্জাতিক বাজারেও সক্ষমতা হারাবে। হাতেম বলেন, ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটাকে কেন্দ্র করে বিগত সরকার রফতানি প্রনোদনা বন্ধ করে দিয়েছে, তাই আমাদেরকে সুতা ও কাপড় আমদানি করতে হচ্ছে। এতে স্থানীয় টেক্সটাইল শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলডিসি গ্রাজুয়েশন ৫ বছরে জন্য পেছানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ চেম্বারের সভাপতি চৌধুরী আনোয়ার আলম পারভেজ বলেন, বাংলাদেশের শ্রম নির্ভর যে ভবিষ্যৎ দেখেছিলাম তা এখন ধূসর হয়ে যাচ্ছে। দেশে ৩৭ শতাংশ শিক্ষিত বেকার একমাত্র উৎপাদন শিল্প ছাড়া এটার সমাধান সম্ভব নয়। আসলে আমরা উৎপাদন শিল্প চাই কিনা তা নিয়ে মাঝে মধ্যে সন্দেহ জাগে, কারণ ব্যাংক লোন সুদ হার, জ্বালানির দাম কোনটাই এর অনুকূলে নয়। বাংলাদেশ এখনও পোশাক শিল্পের প্রথম ধাপে আছে, গত ৪০ বছরেও তা অতিক্রম করতে পারিনি কারন, বিগত সরকারের কোন পরিকল্পনা ছিল না।
ব্যাংক লোনের ক্লাসিফিকিশনের ব্যাখ্যা পরিবর্তন করার কারনে আগামী ৩ মাসে আধিকাংশ কারখানা খেলাপি হবে। একদিকে গ্যাসের দাম বাড়াবেন অন্যদিকে সরবরাহ থাকবে না তাহলে শিল্প টিকবে কি করে জানতে চান বিজিএমইএর সাবেক সভাপতি পারভেজ।
প্রধান অতিথি শেখ বশির উদ্দিন বলেন, আমার নিজের ব্যবসা ছেড়েছি আপনাদের ব্যবসা দেখবো বলে। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তা বিগত সরকারের আমলের মতে করা হয়নি। ব্যবসায়ীদের সরকারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।
গ্যাসের দাম বাড়ানোর কারন উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে যে নৈরাজ্য হয়েছে- প্রাথমিক হিসাবে ২৮ লাখ কোটি টাকা। তার ভার সবাইকে নিতে হবে। না হয় অর্থনীতি আরও খাদে পড়বে। নবায়নযোগ্য জ্বালানি এখন সবচেয়ে সস্তা, তাই এখাতে বিনিয়োগ করার সুযোগ বলে উল্লেখ করেন তিনি। দ্বিতীয় প্রজন্মকে ব্যবসা আসার আহ্বান জানান তিনি এদরকে ব্যবসায় আনতে না পারলে তার দায় সবাইকে নিতে হবে। সম্পর্ক দিয়ে নয়, সক্ষমতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স