পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে জাল দিয়ে ফাঁদ পেতে ও দেশীয় নানা ধরণের যন্ত্র দিয়ে অবাধে শিকার করা হচ্ছে অতিথি বা পরিযায়ী পাখি। প্রতি বছরের মতো শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে এবারো আসতে শুরু করে এসব পরিযায়ী পাখি। সুযোগ বুঝে শিকারিরা এসব পাখি ধরে বিক্রি করছেন বিভিন্ন বাজারে এমন অভিযোগ স্থানীয়দের।
এদিকে শীত মৌসুমে শিকারিদের তৎপরতা বাড়ে পদ্মার চরে। তাই প্রশাসনকে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ সংগঠকরা। তবে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। সেক্ষেত্রে পাখি শিকার নিষিদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে প্রশাসনের কোনো উদ্যোগ বা পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মার চরে এবার বিপুল পরিমাণে অতিথি বা পরিযায়ী পাখির সমাগম ঘটেছে। এসব পাখি শিকারে শিকারিরা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চরে অবস্থান নেয়। জালে ধরা পড়া বিভিন্ন প্রজাতির পাখিগুলো ভোরে বিভিন্ন বাজারে বিক্রির জন্য নিয়ে যায় তারা। উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মার চরে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
রুবেল হোসেন নামে স্থানীয় এক যুবক জানান, প্রতিদিন বিকেল হলেই বড় জাল পাতা হয় চরে। এসব জালে পাখি আটকা পড়লে তা ধরে বিক্রি করে দেয় শিকারিরা। আবার অনেক সময় তারা নিজেরাই রান্না করে খায়।
বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল জানান, পাখি শিকার দ-নীয় অপরাধ। পাখি শিকার প্রতিরোধে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো আমাদের পরিবেশের সম্পদ। এবিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজ নিজ এলাকাগুলোতে। তিনি আরো জানান, বর্তমানে পদ্মার চরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এসময় পুঁটি, খলসে ও দারকিনাসহ বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ ও পোকা-মাকড় দেখা যায়। অতিথি পাখিরা খাবারের জন্য এবং অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নদীর চরে আসে।
পদ্মা তীরবর্তী এলাকাবাসীরা জানান, এবার বুনো হাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, শামুকখোল, বালিহাঁস, হরিয়াল, কাদাখোঁচা, রাজসরালি, পাতিকুট, রামঘুঘু, নিশাচর, ডুবুরি পাখিসহ নানা প্রজাতির পরিযায়ী পাখি আশ্রয় নিয়েছে পদ্মার চরে।
পাখি শিকারের বিষয়ে দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, বিষয়টি আমরা শুনেছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তবে সচেতনতা বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, সচেতনতা বৃদ্ধিতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ বা ব্যবস্থ নেওয়া হয়নি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অতিথি পাখি সহ সবধরণের পাখি শিকার বন্ধে এখনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন