আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বলেছেন, অনেকদিন ধরে ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর গোশত আমদানির কথা থাকলেও আগের সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং সার্টিফিকেশন (সনদ) না পাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
তিনি বলেন, আমি বিগত সরকারের সময় এ বিষয়ে তৎকালীন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। প্রথমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যাওয়ার পর সেখান থেকে অনুমতি নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আসা কর্মকর্তারা বাংলায় নানা নীতিমালা দেন। শেষ পর্যন্ত গরুর গোশত আমদানির অনুমতি পাওয়া যায়নি।
গতকাল বুধবার রাজধানীর বারিধারার একটি হোটেলে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফতানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নেটওয়ার্কিং সহজ করার লক্ষ্যে বিবিসিসিআই চলতি বছরের ১৫-১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়াজন করা হয়।
বিবিসিসিআইয়ের সহসভাপতি মো. সাইফুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিসিসিআই মহাসচিব মো. জয়নাল আবেদিন। রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বলেন, বাংলাদেশে প্রতি কেজি গরুর গোশত দাম যদি ৫ ডলার হয়, ব্রাজিলে তা ৫ সেন্ট। এই এক্সপোর মাধ্যমে কেবল বাংলাদেশি পণ্য ব্রাজিলে প্রদর্শিতই হবে না, বরং টেকনোলজি ট্রান্সফারের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে একটি গরু দিনে ৫ কেজি দুধ দেয়, কিন্তু ব্রাজিলের একটি গরু দিনে ৪৫ কেজি দুধ দেয়। আমরা বাংলাদেশে প্রযুক্তি সহায়তা করতে পারি, যার মাধ্যমে বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ হবে। তবে এজন্য ব্যক্তিখাত এগিয়ে আসতে হবে।
স্বাগত বক্তব্যে সাইফুল আলম বলেন, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতামূলক নয় বরং সহায়তামূলক। ব্রাজিল থেকে বাংলাদেশে আমদানি হয় তিন বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশ থেকে ব্রাজিলে রফতানি মাত্র এক বিলিয়ন মার্কিন ডলার।
ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশি আমদানিকারকদের পাশাপাশি রফতানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী উন্নীত করার সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশি প্রায় ১০০ থেকে ১৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি এক্সপোতে স্টল দিয়ে অংশগ্রহণ করবেন। বাংলাদেশি আমদানিকারকদের জন্য ব্রাজিলে ব্যবসায়িক জোট গড়ে তোলার পাশাপাশি সয়াবিন, চিনি এবং শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য অন্বেষণের সুযোগ সৃষ্টি হবে এই এক্সপোর মাধ্যমে।
মো. জয়নাল আবেদিন এক্সপো সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত আগাম নিবন্ধন খোলা থাকবে। অংশগ্রহণকারী প্রদর্শকদের জন্য রেজিস্ট্রেশন ফি চার হাজার ডলার, আর বিটুবি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য এই ফি এক হাজার ডলার। ব্রাজিলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফার্মাসিটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রফতানির পাশাপাশি ব্রাজিল থেকে মিনারেল, ফুয়েল, অয়েল, বিফ, পোল্ট্রি, আমদানি করা যেতে পারে। বাণিজ্যের পাশাপাশি ব্রাজিলের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন এই এক্সপোর মাধ্যমে।
অনুষ্ঠানে ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেইরা, কৃষি অ্যাটাশে সিলিভও লুইজ রদ্রিগেজ টেস্টাসেক্কা এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক