উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
১২ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরের ১১তম দিনে সরকারি ছুটি থাকায় দুপুর থেকেই বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা। বেড়েছে বেঁচাকেনা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নের এবারের আয়োজন গত সব বছরের রেকর্ড অতিক্রম করবে বলে আশা করছেন মেলার পরিচালন সংশ্লিষ্টরা। তবে শিশুদের রাইডগুলোতে সময় কম আর দাম বেশি নেয়ার হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা। আবার উন্মুক্ত মঞ্চে তরুণদের গান, নাচসহ নানা বিনোদন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
মেলা ঘুরে দেখা যায়, শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বাহারি আয়োজন। নাগরদোলা, চরকি, ওয়াটার গেম, সøাইডারসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থায় শিশুদের সঙ্গে উৎসবমুখর সময় কাটাচ্ছেন তাদের অভিভাবকরাও। মেলায় ঘুরতে এসে শিশুদের আনন্দময় মুহূর্তগুলো হয়ে উঠছে পরিবারের সবার জন্যই এক বিশেষ অভিজ্ঞতা।
এবার মেলায় তরুণদের জন্য রয়েছে এক বিশেষ চমক। ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতিকে উজ্জীবিত করতে তৈরি করা হয়েছে ‘৩৬ চত্বর’ ও ‘জুলাই চত্বর’। এ দুটি সাজানো হয়েছে আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র ও সেøাগান দিয়ে। তরুণ দর্শনার্থীরা এখানে এসে আন্দোলনের দিনগুলোর স্মৃতি রোমন্থন করছেন। চত্বরে সেদিনের ঘটনা প্রতিফলিত হওয়ায় অনেক সিনিয়র নাগরিকও ভিড় জমাচ্ছেন।
তরুণদের জন্য আরো রয়েছে বিশেষ প্যাভিলিয়ন ‘ইয়ুথ প্যাভিলিয়ন’। এখানে আন্দোলন, সংগ্রাম এবং তরুণদের উজ্জীবিত করার নানা লেখা, ছবি ও ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে। তরুণরা ইয়ুথ প্যাভিলিয়ন এবং ৩৬ চত্বরে এসে ছবি তুলছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং নতুন প্রজন্মের জন্য ঐতিহাসিক বার্তা তুলে ধরছেন।
মেলার সহকারী পরিচালক ও ইপিবি জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের জন্য অন্যতম বিশেষ আয়োজন হিসেবে রাখা হয়ে গানের কনসার্ট। যা নতুন মাত্রা যোগ করা হয়েছে। তবে শিশুদের যে বিনোদন রাইড রয়েছে তার সংখ্যা নগণ্য। ফলে ভিড়ের চাপে সময় কম দেয়। এসব বিষয়ে অনিয়ম পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানালে প্রতিকার পাওয়া যাবে।
মেলায় আগত দর্শনার্থীদের মাঝে সুলপিনা এলাকার বাসিন্দা গোলজার হোসেন বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা কেবল কেনাকাটার স্থান নয়, বরং এটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিনোদন এবং তারুণ্যের উদ্যমের এক মেলবন্ধন। এখানকার প্রতিটি আয়োজন দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক। আমরা রূপগঞ্জবাসী এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করছি।
শিশু সন্তানকে নিয়ে মেলার শিশুপার্ক জোনে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন গ্রিন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মঞ্জিলা তাবাসসুম। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ক্ষোভ জানিয়ে বলেন, মাত্র ৫ মিনিটের জাম্পিং রাইডে ৮০ টাকা নেয়া হচ্ছে, এটি গলাকাটা ছাড়া কী? অথচ বাচ্চাটা কান্না করতেছে রাইডে চড়াতে। আমি বাধ্য হয়ে তাই লাইনে দাঁড়ালাম।
শিক্ষার্থী ইমলা মুহান্না বলেন, ওয়াটার বাইচ রাইডে চড়লাম, মাত্র ১০ মিনিটে ১৫০ টাকা নিলো। এতে উঠতে-নামতেই সময় শেষ হয়ে যায়।
এ বিষয়ে শিশুপার্কটির কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রত্যেক বছরই বাণিজ্য মেলায় আসা হয়। শুধুমাত্র সরকারি ছুটির দিন থাকলে ভিড় থাকে। সেদিন সময় ও দাম কিছুটা বেশি হলেও অভিযোগ থাকে না। তবে এসব বিষয়ে মূল্য যা টানানো হয়েছে তার চেয়ে বেশি রাখা হয় না।
মেলায় ঘুরতে আসা পাঁচাইখা এলাকার গৃহীনি ফারজানা আক্তার হাসনা হেনা বলেন, মেলায় কেনা কাটার পাশাপাশি আমার দুই বাচ্চাও জানে মেলায় গেলে খেলাধুলার সুযোগ হবে। তাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে। তবে সব কিছুর দাম বেশি আর ভিড় তো আছেই।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাণিজ্য মেলায় আসবো আর খাবার খাবো না তা হয় না। অন্য যেকোনও মেলা থেকে এখানের বিষয়টাই আলাদা। কেনাকাটা ও খাবার এটাই এই মেলার আকর্ষণ। পণ্য তো সব হাটবাজারেই পাওয়া যায়। মেলা হচ্ছে আলাদা বিনোদন স্পট।
৩৬ চত্বরে ও উন্মুক্ত মঞ্চ এলাকায় কথা হয় তরুণ গায়ক শাকিল আহমেদের সঙ্গে। তিনি বলেন, আমরা জানি, জুলাই-আগস্ট আমাদের জন্য কী। মেলায় এটা এবং জুলাইকে নিয়ে প্যাভিলিয়ন দেখে ভালো লাগছে। আরো ভালো লাগবে যদি দেশটা দুর্নীতিমুক্ত হয়। তরুণরা এখানে এসে বিনোদন পাচ্ছে এটাই তৃপ্তি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির