অপরাধ হলেই মামলা -ডিএমপি কমিশনার
২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

অপরাধমূলক কোনো ঘটনা আড়াল না করে আমলে নেয়া, আমলযোগ্য যেকোনো অপরাধ সংঘঠিত হলেই মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার অভিযান জোরদার করতে বলা হয়েছে। সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। সভায় অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
সভায় মার্চ মাসের অপরাধ কার্যক্রম তুলে ধরা হয়। ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এসময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন, আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। কোনো ঘটনা আড়াল করা যাবে না। মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন কমিশনার।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অপরাধ যাতে না ঘটে তার জন্য প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম বাড়াতে বলা হয়েছে। ঢাকায় অনেকাংশে ছিনতাই কমে যাওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি। তবে আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ডিএমপির প্রতিটি থানার ওসিকে মামলা তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। থানা এলাকার প্রতিটি ভবনের সিকিউরিটি গার্ডদের সঙ্গে থানার টহল টিমের সমন্বয় করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কোনো অপরাধের তথ্য তাদের কাছে থাকলে তারা যেন পুলিশকে সেই তথ্য দেন সেভাবে কাজ করতে হবে। থানার এসআই-রা তো তদন্ত করেই। ইন্সপেক্টর তদন্ত ও ইন্সপেক্টর অপারেশনস তো মামলা তদন্ত করে থাকে। ওসিও তদন্ত করে। সেটা নিয়মিত করতে বলা হয়েছে।
অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ডিএমপির পুলিশ সদস্যদেরকে আউট অব বক্স কাজ করতে হবে। ট্রাফিক বিভাগের সদস্যদের ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, জনগণের চাওয়া পাওয়াকে সর্বোচ্চ মূল্যায়ন করে পুলিশি দায়িত্ব পালন করতে হবে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল আরো বাড়াতে হবে। চিহ্নিত অপরাধী গ্রেপ্তারে ব্লক রেইড নিয়মিত করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

রাস্তায় নামার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: আবু হানিফ

হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

নাজিরপুরে বৈষম্যের শিকার শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন

ঢাকার বেইলি রোডে ফের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাউজানে এক নারী গুলিবিদ্ধ!

আমি অরাজনৈতিক মানুষ,কোন ব্যাকআপ নেই–আরিফিন শুভ

নানা বর্ণের ফুলের চাদরে ঘেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কাল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে মোটরসাইকেল

হাসনাতের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

কিশোরগঞ্জে বন্ধুদের হাতে বন্ধু খুন

ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তি স্বাক্ষর

সরকারের সঙ্গে চুক্তি করেও চাল না দেয়ায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল

যুক্তরাষ্ট্র-রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধবিমান!

শহীদ বেরলভী (রহ.) স্মরণে ঢাকায় সম্মেলন কাল

ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান তথ্য উপদেষ্টার

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস

ফরিদপুরে তীব্র খরায় এবার লিচুর ফলন বিপর্যয় লোকসানে চাষিরা

শাপলাচত্ত্বরে গণহত্যার দ্রুত বিচার চায় ইসলামী ছাত্র আন্দোলন

খালেদা জিয়ার আগমন উপলক্ষে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিলেন মির্জা ফখরুল