ড. ইউনূসের বিরুদ্ধে মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে দুদক
২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতার অপব্যবহার করে বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেছিলো। এ কথা বলেছেন প্রফেসর ইউনূসহ সাত আপিলকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
মামলা বাতিলের আবেদন খারিজের বিষয়ে আবেদন করেছিল দুদক। ওই আবেদনের বিরুদ্ধে ড. ইউনূসসহ সাত জনের আপিল বুধবার মঞ্জুর করেন আপিল বিভাগ।
রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূসসহ সাতজনের আপিল মঞ্জুর করে মামলাটি বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগ। কারণ মামলাটি ছিলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মামলা দায়েরে ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং হাইকোর্টের আদেশ ত্রুটিপূর্ণ ছিলো-মর্মে প্রমাণিত হলো এ রায়ের মধ্য দিয়ে।
মামলাটির কার্যধারা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসসহ অন্যদের করা আপিলের ওপর গত ১৯ মার্চ শুনানি শেষ হয়। ওইদিন আপিল বিভাগ রায়ের জন্য ২৩ এপ্রিল তারিখ ধার্য করেন। গতকাল রায়ে আদালত বলেন, আপিল ইজ অ্যালাউড।
আপিলকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট খাজা তানভীর আহমেদ। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হাসান শুনানিতে অংশ নেন।
এর আগে আ’লীগ সরকারের আমলে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা গত বছরের ৮ জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এখন অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা। অন্য ৬ আবেদনকারী হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম (বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা) ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
মামলাটির বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতে গত বছরের ৫ সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় এর আগেই তাদের (আপিলকারীদের) না জানিয়ে গত বছর ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয়। যাতে আইনের লঙ্ঘন হয়েছে।
দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি করেছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ চেষ্টা: রাজনগরে চা শ্রমিকদের কর্মবিরতী, বিক্ষোভ

টেকসই উন্নয়নের জন্য কৃষি, প্রাণ-প্রকৃতি ও খাদ্য নিরাপত্তার সমন্বয় জরুরি : পরিবেশ উপদেষ্টা

জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা: মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ায় চক্রান্ত্রর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ‘বেগুনি রঙের’ ধান চাষাবাদ করে আলোচনায় কৃষক রফিকুল ইসলাম

রামুতে জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ সমাবেশ

জাতিগত শুমারি: রাহুলের কাছে নতি স্বীকার মোদীর

শাপলা গণহত্যার প্রস্তুতি টের পেয়ে যে পোস্ট দিয়েছিলেন খালেদা জিয়া

কুষ্টিয়ায় আগ্রাসী রূপে পদ্মা, ৪ কিমি এলাকাজুড়ে ভাঙন

সখিপুরে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারীর সীমাহীন অনিয়ম দুর্নীতি

আরিফুর রহমানকে কুষ্টিয়া মিরপুর পৌর মেয়র ঘোষণার নির্দেশ

নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা - সিলেট বিভাগীয় কমিশনার

মে মাসে সউদী আরবে পুতিনের সাথে বৈঠক করতে পারেন ট্রাম্প

পাপন দম্পতির ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ৭৯২ কোটি

বাংলাদেশ সিরিজের সূচি দিল শ্রীলঙ্কা

শাপলা চত্বরসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার করতে হবে- শিবির কেন্দ্রীয় নেতা শাহীন

মঙ্গলবার প্লেন যাত্রীদের আগেভাগে রওনা দিতে বললো এয়ারলাইন্সগুলো

ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল

ইন্টারের বিপক্ষে লেভাকে পাচ্ছে বার্সা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেশী বিদেশী অস্ত্র গুলিসহ ৬ আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে: শিবির সভাপতি