সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে নিহতের পরিবার পেলেন ক্ষতিপূরণের দশ লাখ টাকার চেক
১০ মার্চ ২০২৩, ০২:৪২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন কারখানাটির মালিক পক্ষ। জানা যায়, (৯ মার্চ) বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানের নেতৃত্বে সীমা অক্সিজেন কারখানার মালিকদের সাথে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন মালিকদের অনুরোধ করে বলেন নিহত শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে। এছাড়া যাদের অঙ্গহানি হয়েছে সেসব শ্রমিককে ৫ লাখ করে এবং সামান্য আহত যারা তাদেরকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে। মালিক পক্ষ বৈঠকে এই সিদ্ধান্ত মেনে নেন। একই দিন বিকাল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডিসি (রাজস্ব) মোঃ মাসুদ কামাল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সীমা অক্সিজেনের ম্যানেজার ইফতেখার উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নিহত শ্রমিক প্রবেশ লাল শর্মার পরিবার, শামছুল আলমের পরিবার, আব্দুল কাদের ও রতন নকরেট পরিবারকে চেকগুলো হস্তান্তর করেন। এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, নিহত ৭ জনের প্রত্যেককেই মালিক পক্ষ ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক প্রদান করছেন। এছাড়া আহতদের মধ্যে অঙ্গহানি হওয়া শ্রমিকরা ৫লাখ টাকা করে ও সামান্য আহতরা ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। আমরা আহতদের টাকা হাসপাতালে গিয়ে পৌঁছে দেব। জানা গেছে, গত শনিবার সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত সীমা অক্সিজেন লিমিটেডে ভয়াবহ বিষ্ফোরণে ৭ শ্রমিক নিহত ও আরো ২৭ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলা প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক হলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব হাসান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, সদস্য সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আবদুল হালিম, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ, চট্টগ্রামের সহকারী বিষ্ফোরক পরিদর্শক এস.এম শাখাওয়াত হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠানের সহকারী পরিদর্শক শুভংকর দত্ত। এই কমিটি ৫ দিনের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছিলো। সেই হিসেবে বৃহস্পতিবার তদন্ত প্রদিবেদনের সময় নির্ধারণ হয়। কিন্ত গত বৃহস্পতিবার এ বিষয়ে কমিটির বৈঠকে তদন্ত প্রতিবেদন আরো পেছানোর সিদ্ধান্ত গ্রহন করে নতুন করে একজন বিশেষজ্ঞ কেমিষ্টকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। কমিটিতে এক কেমিষ্টকে অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে সেটি বর্তমানে ৮ সদস্যের কমিটিতে পরিণত করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
আওয়ামী লীগকে কবর দিয়েছেন শেখ হাসিনা
রোচ-গ্রেভস জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ
মোমবাতি প্রজ্বলনে তাজরীন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ
সিসিকের সাবেক কাউন্সিলর ১৩ মামলার আসামী আ‘লীগ নেতা লায়েক গ্রেফতার
যার হাত ধরে পরীমনি এসেছিলেন চলচ্চিত্রে,তার মরণ দিনে করলেন খাসি জবাই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হচ্ছে লেকের নাম, নতুন নাম ‘মুগ্ধ সরোবর’
সোনারগাঁয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
সেনবাগে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী
পঞ্চগড়ে সিন্ডিকেট ভাঙতে তেঁতুলিয়ায় ৫৫ টাকায় আলু বিক্রি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
সিলেটে মাজিদের ফিফটি
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত