সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে নিহতের পরিবার পেলেন ক্ষতিপূরণের দশ লাখ টাকার চেক
১০ মার্চ ২০২৩, ০২:৪২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন কারখানাটির মালিক পক্ষ। জানা যায়, (৯ মার্চ) বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানের নেতৃত্বে সীমা অক্সিজেন কারখানার মালিকদের সাথে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন মালিকদের অনুরোধ করে বলেন নিহত শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে। এছাড়া যাদের অঙ্গহানি হয়েছে সেসব শ্রমিককে ৫ লাখ করে এবং সামান্য আহত যারা তাদেরকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে। মালিক পক্ষ বৈঠকে এই সিদ্ধান্ত মেনে নেন। একই দিন বিকাল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডিসি (রাজস্ব) মোঃ মাসুদ কামাল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সীমা অক্সিজেনের ম্যানেজার ইফতেখার উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নিহত শ্রমিক প্রবেশ লাল শর্মার পরিবার, শামছুল আলমের পরিবার, আব্দুল কাদের ও রতন নকরেট পরিবারকে চেকগুলো হস্তান্তর করেন। এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, নিহত ৭ জনের প্রত্যেককেই মালিক পক্ষ ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক প্রদান করছেন। এছাড়া আহতদের মধ্যে অঙ্গহানি হওয়া শ্রমিকরা ৫লাখ টাকা করে ও সামান্য আহতরা ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। আমরা আহতদের টাকা হাসপাতালে গিয়ে পৌঁছে দেব। জানা গেছে, গত শনিবার সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত সীমা অক্সিজেন লিমিটেডে ভয়াবহ বিষ্ফোরণে ৭ শ্রমিক নিহত ও আরো ২৭ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলা প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক হলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব হাসান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, সদস্য সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আবদুল হালিম, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ, চট্টগ্রামের সহকারী বিষ্ফোরক পরিদর্শক এস.এম শাখাওয়াত হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠানের সহকারী পরিদর্শক শুভংকর দত্ত। এই কমিটি ৫ দিনের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছিলো। সেই হিসেবে বৃহস্পতিবার তদন্ত প্রদিবেদনের সময় নির্ধারণ হয়। কিন্ত গত বৃহস্পতিবার এ বিষয়ে কমিটির বৈঠকে তদন্ত প্রতিবেদন আরো পেছানোর সিদ্ধান্ত গ্রহন করে নতুন করে একজন বিশেষজ্ঞ কেমিষ্টকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। কমিটিতে এক কেমিষ্টকে অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে সেটি বর্তমানে ৮ সদস্যের কমিটিতে পরিণত করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬
বিপুল অর্থ লোপাটের পরও ধরা ছোয়ার বাইরে শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’
থাইল্যান্ডে হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু, মাহুত অভিযুক্ত
চিকিৎসা সেবার বেহাল দশা, রোগীর খাবার মান নিম্নমানের
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের রাষ্ট্রদূত
টিসিবির নতুন চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ
সেই ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
একজনের সুদের টাকার ঘটনায় অন্যজনকে হত্যা
ব্যাংকে ডলারের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা
বই পায়নি চার লাখ শিক্ষার্থী
‘ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন’
১৭ দিন ধরে চিলমারী-রৌমারী নৌ রুটে বন্ধ ফেরি চলাচল
মেসি-সুয়ারেসের সাথে আবার এক হচ্ছেন নেইমার
হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ
ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
ওয়াকারুর সাথে যুক্ত হলেন আফরান নিশো
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি