মেঘনার মাছ শিকারের দায়ে আটক ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
১১ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০১ এএম
দক্ষিণাঞ্চলের অভয়াশ্রমগুলোতে নিশেধাজ্ঞা উপক্ষো করে মাছ শিকার সহ আইন-শৃংখলা বাহিনীর ওপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। গত নভেম্বর থেকে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের ৬টি অভয়াশ্রমে পযায়ক্রমে দুমাস করে সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ রয়েছে।এরই অংশ হিসেবে গত ১ মাচ থেকে ৩০ এপ্রিল পযন্ত বরিশালের হিজলা ও মেহদিগঞ্জের লতা, নয়া ভাঙ্গনী ও ধর্মগঞ্জ নদীর মিলন¯’ল পর্যন্ত প্রায় ৬০ বর্গ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
কিন্তু এবার অভায়শ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রাখতে গিয়ে মৎস্য অধিদপ্তর সহ পুলিশ ও প্রশাসনকে প্রায়সই বিপত্বিতে পড়তে হচ্ছে। জেলেদের হামলার শিকার হচ্ছে মৎস্য অধিপ্তর সহ পুলিশ ও প্রশাসনের দায়িত্বশীরা। গত শুক্রবার রাতেও বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম অভিযান পরিচালনাকালে দৃবৃত্তদের হামলায় নৌ পুলিশের ওসি ও কনস্টেবল সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । নিয়মিত টহলকালে মেঘনার ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে দৃর্বৃত্ত জেলেরা সংঘবদ্ধ হয়ে বড় বাশের খুটি সহ দেশীয় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালালে নৌ পুলিশের ইনেসপক্টর ও এক কনেষ্টবল সহ ১৫ জন আহত হয়।
হামলায় গুরুতর আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে সাংবাদিকদের জানায়, ‘অভয়াশ্রম অভিযানে ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং বাশের লাঠি দিয়ে চারদিক থেকে পেটাতে শুরু করে। তখন জীবন রক্ষার্থে পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি বষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে বলেও জানান তিনি। উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, অবৈধ মাছ শিকারে বাধা দিলে প্রায়সই হামলার শিকার হতে হচ্ছে। কিছু জেলে বার বার সন্ত্রাশীর ভূমিকা নিয়ে সরকারী আইন ভঙ্গ করছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার সাংবাদিকদের বলেছেন, সরকারী বিধি বিধান প্রয়োগ করতে গিয়ে পুলিশ-প্রশাসন হামলা শিকার হয়েছে। যারা এ হামলার সাথে জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানা তিনি।
গত অক্টোবরেও ২২ দিনের ইলিশ আহরন নিষেধাজ্ঞার সময়ও হিজলা সংলগ্ন মেঘনায় হামপরার শিকার হন পুলিশ-প্রশাসনের দায়িত্বশীলগন।
এদিকে বরিশালে মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আটক ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেহেদিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সহায়তায় অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করার পরে ঐ রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী। উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মেঘনা নদীর মেহেদিগঞ্জের উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা কালে অভয়াশ্রমে মাছ শিকারের জন্য জাল ফেলা অবস্থায় ২১ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছিল ।
নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কুড়ি জনকে ২০ দিন করে কারাদ- দেয়া হয়েছে। একজন অপ্রাপ্তবয়স্ককে পাঁচ হাজার টাকা জরিমানা করার পরে তা জমা দিয়ে মুক্তি পেয়েছে। ইউএনও জানান, “আটককৃত জেলেদের মধ্যে কয়েকজন কার্ডধারী নিষিদ্ধ সময়ে মাছ শিকার না করার জন্য সরকারের ‘মানবিক সহায়তা কর্সূচীর আওতায়’ চাল পাচ্ছেন। দ-িত কার্ডধারীদের এ সুবিধা বাতিলের সুপারিশ করা হবে” বলেও জানান ইউএনও।এ অভিযানে আটককৃত প্রায় ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলেও নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন।
মৎস্য বিজ্ঞানীদের মতে, সমুদ্রে যাবার সময় পর্যন্ত যেসব এলাকায় ইলিশ পোনাÑজাটকা খাদ্য গ্রহন করে বেড়ে ওঠে, সেগুলোকে ‘গুরুত্বপূর্ণ নার্সারী ক্ষেত্র’ হিসেবে চিহিৃত করে ‘অভয়াশ্রম’ ঘোষনা করা হয়েছে। ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী চর রুস্তম পর্যন্ত তেতুুলিয়া নদীর ১শ কিলোমিটার, পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার, মদনপুর থেকে ভোলার চর ইলিশা হয়ে চর পিয়াল পর্যন্ত মেঘনার শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, শরিয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ নি¤œ পদ্মার ১২০ কিলোমিটার পর্যন্ত মোট ৬টি অভয়াশ্রমে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত দু-তিন মাস করে পর্যায়ক্রমে মাছ আহরন সম্পূর্ণ নিষিদ্ধ করায় ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন বাড়ছে। মৎস্য অধিদপ্তরের মতে সারা দেশে উৎপাদিত ও আহরিত ইলিশের ৬৮Ñ৭০ ভাগই দক্ষিনাঞ্চলে সম্পন্ন হ”েছ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন
পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ
শিবালয়ে চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব-১৪৩১’ উদযাপন