কুষ্টিয়ার কুমারখালীতে বখাটের অস্ত্রের আঘাতে কলেজছাত্রী হাসপাতালে
১২ মার্চ ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক মাদকাসক্ত বখাটে দুই কলেজছাত্রীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে এক ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ওই বখাটের নাম মো. আশিক শেখ (২৫)। তিনি ওই এলাকার মো. সলেমান শেখের ছেলে। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রীর নাম মোছা. শরিফা আক্তার ওরফে শোভা (১৮)। তিনি ওই এলাকার কৃষক শরিফুল ইসলামের মেয়ে। আহত অপর ছাত্রী শেফালী খাতুন (১৮) একই এলাকার বজলুর রহমানের মেয়ে। তাঁরা দুজনই শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে শরিফা, শেফালীসহ ৮-১০ জন কলেজছাত্রী একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিলেন। এ সময় বখাটে আশিক একটি দেশীয় অস্ত্র (ছোট দা) হাতে নিয়ে তাঁদের পেছন থেকে তাড়া করেন। ভয়ে ওই ছাত্রীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আশিক শরিফার মাথায় কোপ মারলে শরিফা হাত দিয়ে ঠেকান। এতে তাঁর ডান হাতের কয়েকটি আঙুল কেটে গেছে। শরিফাকে উদ্ধার করতে শেফালী এগিয়ে এলে তাঁকে ওই ধারালো অস্ত্রের পেছনের পাশ দিয়ে আঘাত করা হয়। এতে তিনিও জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শরিফা আক্তারের ডান হাতের আঙুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। শেফালীকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, আহত ছাত্রীর হাতের আঙুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত।
আহত শরিফা আক্তারের বাবা শরিফুল ইসলাম বলেন, তাঁর মেয়েকে হত্যার উদ্দেশ্যে বখাটে আশিক হামলা করেছেন। তিনি থানায় মামলা করবেন।
জানা গেছে, ঘটনার পর আশিক শেখ পালিয়েছেন। তবে তাঁর বাবা সলেমান শেখ বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত এটি ঘটে গেছে।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বিষয়টি নিয়ে বিট অফিসার কাজ করছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক