কুষ্টিয়ার কুমারখালীতে বখাটের অস্ত্রের আঘাতে কলেজছাত্রী হাসপাতালে
১২ মার্চ ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক মাদকাসক্ত বখাটে দুই কলেজছাত্রীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে এক ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ওই বখাটের নাম মো. আশিক শেখ (২৫)। তিনি ওই এলাকার মো. সলেমান শেখের ছেলে। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রীর নাম মোছা. শরিফা আক্তার ওরফে শোভা (১৮)। তিনি ওই এলাকার কৃষক শরিফুল ইসলামের মেয়ে। আহত অপর ছাত্রী শেফালী খাতুন (১৮) একই এলাকার বজলুর রহমানের মেয়ে। তাঁরা দুজনই শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে শরিফা, শেফালীসহ ৮-১০ জন কলেজছাত্রী একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিলেন। এ সময় বখাটে আশিক একটি দেশীয় অস্ত্র (ছোট দা) হাতে নিয়ে তাঁদের পেছন থেকে তাড়া করেন। ভয়ে ওই ছাত্রীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আশিক শরিফার মাথায় কোপ মারলে শরিফা হাত দিয়ে ঠেকান। এতে তাঁর ডান হাতের কয়েকটি আঙুল কেটে গেছে। শরিফাকে উদ্ধার করতে শেফালী এগিয়ে এলে তাঁকে ওই ধারালো অস্ত্রের পেছনের পাশ দিয়ে আঘাত করা হয়। এতে তিনিও জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শরিফা আক্তারের ডান হাতের আঙুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। শেফালীকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, আহত ছাত্রীর হাতের আঙুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত।
আহত শরিফা আক্তারের বাবা শরিফুল ইসলাম বলেন, তাঁর মেয়েকে হত্যার উদ্দেশ্যে বখাটে আশিক হামলা করেছেন। তিনি থানায় মামলা করবেন।
জানা গেছে, ঘটনার পর আশিক শেখ পালিয়েছেন। তবে তাঁর বাবা সলেমান শেখ বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত এটি ঘটে গেছে।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বিষয়টি নিয়ে বিট অফিসার কাজ করছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি