‘আমরা অসহায় মানুষের আগ্রহ ও তৃপ্তির হাসি দেখে আনন্দিত’
০১ এপ্রিল ২০২৩, ০৪:২০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম

১০ টাকায় ৭ রকমের পণ্য বিক্রি করছে একটি মানবকল্যাণ সংগঠন। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ‘১০ টাকায় ইফতার বাজার’ নামক এক ব্যতিক্রমী বাজারের আয়োজন করেছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন নামক সংগঠনটি।
অস্থায়ী এই বাজার থেকে ১০ টাকার বিনিময়ে এক কেজি তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়িসহ ইফতারে ৭টি পণ্য কিনতে পারছেন নিম্ন আয়ের ২১০টি পরিবার। এমন আয়োজনে অসহায় নিম্ন আয়ের মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অস্থায়ী এই বাজারের ভিন্ন ভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে তেল, খেজুর, পেঁয়াজু, ছোলা, চিনি, চিড়া ও মুড়ি। অন্য সব বাজারের মতো নিম্ন আয়ের মানুষ পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন। তবে সেগুলোর দাম রাখা হচ্ছে মাত্র ১০ টাকা। রমজান মাসে ঘিরে ইফতার সামগ্রীর দাম যখন ঊর্ধ্বগতি তখন নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। এর আগে ১০ টাকায় গরুর মাংস ও ইফতার বাজার দিয়ে দেশব্যাপী আলোচনায় এসেছিল সংগঠনটি।
ইফতার সামগ্রী নিতে আসা রাউৎভোগ এলাকার রোকসানা বেগম (৬০) বলেন, ‘পাশের বাড়ির একজন ছোলা-মুড়ি দিছিল। পাঁচ রোজায় সব শেষ হয়ে গেছে। পরে আর কিনে খাইতে পারি নাই। এহন ১০ টাকা দিয়া কত কিছু কিনে নিলাম। যা দিয়া বাকি রমজানগুলো কাটিয়ে দিতে পারমু।’ দিঘীরপাড় গ্রামের নাছিমা বেগম (৩৫) বলেন, ‘বাজারে যেখানে ১ লিটার তেলের দাম ১৯০ টাকা; সেখানে ৭টি পণ্য মাত্র ১০ টাকায় পেয়েছি। এখানে এসে মনে হলো বাপ-দাদার আমলের অল্প টাকায় আমরা বাজার থেকেই পণ্য নিচ্ছি। রোজার বাকি দিনগুলো ভালোভাবে কাটবে।'
সংগঠনের সদস্য রিয়া মনি বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা ১০ টাকায় ইফতার বাজারের আয়োজন করেছি। এ বাজার থেকে নিম্নবিত্ত ২১০টি পরিবার বাজার করেছে। আমরা চাইলে ইফতারসামগ্রীগুলো বিনামূল্যে তাদের দিতে পারতাম। তবে আমাদের সংগঠনের সদস্যরা চান, তারা সামান্য মূল্যে ক্রয় করুক। এতে তাদের আত্মসম্মান অক্ষুণ্ন থাকবে। পাশাপাশি বাজার থেকে ক্রয় করার মতো একটি অনুভূতিও লাভ করবেন।’
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াদ হোসাইন বলেন, বর্তমান বাজারের অবস্থা বিবেচনা করে আমরা এই অস্থায়ী বাজারের আয়োজন করেছি। সংগঠনের সদস্যদের দান ও মাসিক চাঁদা দিয়ে বাজার পরিচালনা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা আরও বড় ছিল। তবে আর্থিক সংকটের কারণে কিছুটা সীমিত পরিসরে করা হচ্ছে। এই কাজটি দেখে যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় ও এগিয়ে আসে, সেটিই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।’
সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, 'দ্বিতীয়বারের মতো এই বাজার থেকে দুই শতাধিক মানুষ সহায়তা পেয়েছেন। আমরা অসহায় মানুষের আগ্রহ ও তৃপ্তির হাসি দেখে আনন্দিত হয়েছি।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গোয়ালন্দে কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার

এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

গাজীপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারঃ গ্রেফতার ২

হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলার প্রতিবাদে মোংলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মির্জাপুর থানার নতুন ওসি রাশেদুল ইসলাম

শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল

আল্লাহর রাসূলের সুন্নাতকে অস্বীকার করা প্রসঙ্গে।

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চীনে নিহত ১০

‘আম’কে জাতীয় ফল করার প্রস্তাব করলেন সাতক্ষীরার ডিসি

এক্স অ্যাকাউন্ট ব্লক

পেত্রায় বন্যা

ব্যাপক বিমান অবরোধের জন্য লক্ষ্যবস্তু করছে হুথি

ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

সুদানে আরএসফের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত

মৃত্যু ঝুঁকিতে ৫ বছরের কম বয়সী সাড়ে ৩ হাজার শিশু

পানি চুক্তি স্থগিত, কাশ্মীরে পানিবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে ভারত

রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন শি জিনপিং

পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত