ফরিদপুরে কলাবাগানে গলায় গামছা পেঁচিয়ে রিক্সা চালককে হত্যা, গ্রেফতার যুবক
২৯ এপ্রিল ২০২৩, ০৪:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পিএম
ফরিদপুরে কলাবাগানে গলায় গামছা পেঁচিয়ে আনু মৃধা নামে এক রিক্সা চালককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ মৃধা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের শাহজাহান মৃধার ছেলে।
শনিবার (২৯ এপ্রিল) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান সোহাগকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার শাহজাহান বলেন, গত ১৬ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে নিহত রিক্সা চালক আনু মৃধা তার নিজ বাড়ি হইতে পাশের শিবরামপুর স্ট্যান্ডে পেপার কিনতে আসে। পথেমধ্যে দুপুর দেড়টার দিকে গ্রেফতারকৃত সোহাগ মৃধা চাঁদপুর যাওয়ার কথা বলে আনু মৃধার রিক্সা ৩০ টাকা ভাড়া ঠিক করেন। এসময় চাঁদপুর এলাকার আঃ রাজ্জাক নামের এক ব্যক্তির কলাবাগানে ঘাস আনার কথা বলে রওনা দেয়। রাজ্জাকের কলার বাগানের কাছে রাস্তার ওপর রিক্সা দাঁড় করে আসামী রিক্সা থেকে নেমে কলা বাগানের ভিতর ঘাসের বস্তা আনতে যায়, কিছুক্ষণ পর কলা বাগান থেকে বেরিয়ে কলা বাগান ও রাস্তার মাঝামাঝি এসে আসামী রিক্সা চালককে চাচা বলে ডাক দেয় এবং কলা বাগানের ভিতরে ঘাসের বস্তা একা তুলতে পারছে না বলে তাকে আসতে বলে।
পুলিশ সুপার আরও বলেন, রিক্সা চালক আনু মৃধা তার রিক্সাটি রাস্তার পাশে রেখে আসামীর ডাকে সাড়া দিয়ে তার কাছে এগিয়ে যায়। পরবর্তীতে দু'জন একসাথে কলা বাগানে প্রবেশ করার সময় আসামী সোহাগ মৃধা কৌশলে রিক্সা চালক আনুকে সামনে দিয়ে সে পিছনে পিছনে কলা বাগানের ভিতর যাওয়ার জন্য হাঁটতে থাকে। উভয়েই কলা বাগানের ভিতর পৌঁছাইলে রিক্সা চালকের গলায় ঝুঁলানো গামছাটি আসামী পিছন থেকে দুই হাত দিয়ে ধরে গলায় পেঁচ দিয়ে জোরে টান দিলে রিক্সা চালক আনুর নিশ্বাস বন্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তারপরে গামছার দুই মাথা শক্তভাবে দুই দিকে টেনে শ্বাসরোধ করে রিক্সা চালক আনুর মৃত্যু নিশ্চিত করে। পরে এ ঘটনায় নিহত রিক্সা চালককের ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। অতঃপর পুলিশ তদন্ত করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সোহাগ মৃধা নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান ছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল, ডিবির ওসি মো. রাকিবুল ইসলামসহ পুলিশ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে গলায় গামছা পেঁচানো আনু মৃধা নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার পরদিন ১৭ এপ্রিল নিহত রিক্সা চালকের ছেলে পিয়াস মৃধা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনার রহস্য উদঘাটনে ও এর সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কানাডার সাংবাদিকতায় গুগলের বড় আর্থিক সহযোগিতা
‘আল্লাহ মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন’
ট্রাম্পের 'হাশমানি' মামলার শাস্তি ঘোষণা ১০ জানুয়ারি , কারাদণ্ডের ইঙ্গিত নেই
প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন
টিউলিপকে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী
৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং ৯ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৪০, কাতারে যুদ্ধবিরতি আলোচনা চলছে
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ
চিকিৎসক ঘোষণা করেছেন মৃত, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ফিরে পেল প্রাণ
মারা গেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান
আবরার হত্যা নিয়ে নির্মিত হলো সিনেমা 'রুম নম্বর ২০১১'
আইটেম গানে নেচে কটাক্ষের শিকার উর্বশী
ভিনিসিয়ুসের লাল কার্ড,বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরেও রিয়ালের নাটকীয় জয়
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না