বরিশাল সিটি নির্বাচনে কৌতুহল থাকলেও আমজনতার আগ্রহ সৃষ্টি না হলেও প্রার্থীরা প্রচারনায়
২৭ মে ২০২৩, ০২:০৫ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ০২:০৫ পিএম
বরিশাল নগর পরিষদের বহু কাঙ্খিত ভোটের পনের দিন বাকি না থাকলেও আমজনতার মাঝে কৌতুহল থাকলেও এখনো প্রার্থী বাছাই সহ ভোট দেয়া নিয়ে তেমন আগ্রহ সৃষ্টি হয়নি। এ অবস্থাতেই নির্বাচনী কর্মকান্ড পর্যবেক্ষন সহ মাঠের পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সন্ধায় বরিশাল শিল্পকলা একাডেমীতে প্রার্থী সহ আইন-শৃংখলা বাহিনী সহ প্রশাসন ও গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করবেন। আসন্ন সিটি নির্বাচন নিয়ে সিইসি’র এটাই প্রথম বরিশাল সফর। এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান বরিশালে পুলিশÑপ্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন।
এদিকে এখনো বরিশালের নির্বাচনী মাঠের পরিবেশ শান্ত থাকলেও প্রচারনা নিয়ে বেশীরভাগ প্রার্থীই বিদি বিধান মানছেন না। বিষয়টি নিয়ে এখনো এখনো নির্বাচন কমিশনের কোন পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ-খোকন সেরনিয়াবাত বর্তমান মেয়র এবং ভ্রাতুসপুত্র সাদিক আবদুল্লাহ ও তার অনুসারীগনের আসন্ন ভোটের প্রচারনা সহ কর্মকান্ডে অংশ গ্রহন নিয়ে নিরব উদাশীনতায় রয়েছেন। এ অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। একই সাথে ইতোমধ্যে সাদিক আবদুল্লাহর একান্ত অনুসারী ও মহানগর ছাত্র লীগের আহবায়ক রইস আহমদ মান্নার গ্রেপ্তারের পরে এ নগরী থেকে ক্ষমতাশীন দল ও সহযোগী সংগঠনের এতদিনের অনেকে প্রভাবশালী নেতা-কর্মীরা কিছুটা গা ঢাকা দিয়ে রয়েছেন। অনেকেই বুঝে শুনে পথে নামছেন। অনেক আবার নিভৃতচারী।
এমনকি এতদিনের দোর্দান্ড প্রতাপশালী কয়েকজন কাউন্সিলর এবং আসন্ন নির্বাচনে পুনরায় প্রার্থী হয়েও মান্না’র গ্রেপ্তারের পরে অনেকটা হিসেব করেই চলছেন। এরা নির্বাচনে প্রার্থী হলেও সশরীরে এখনো প্রচারনায় নেই। তাদের প্রচারনা কর্মীদের দিয়ে পোষ্টার সাটান সহ মিছিল শ্লোগানে সীমাবদ্ধ রয়েছে এখনো। নির্বাচনের পূর্ব পর্যন্ত যে সময় অবশিষ্ট রয়েছে, ততদিন অনেকেই ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নীতিমালা নিয়ে পথ চলতে চাচ্ছেন বলেও জানিয়েছেনে এদের কয়েকজনের ঘনিষ্ঠজনেরা।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, নৌকা প্রতিকের প্রচার কর্মীর ওপর হামলা এবং তা নিয়ে থানায় সাধারন ডায়েরীর পরে রইস আহমদ মান্নার গ্রেপ্তারের বিষয়টি অবধারিত ছিল। তা কার্যকরের পরেই সতর্ক সাদিক-এর প্রায় সব অনুসারী। উপরন্তু গত মাসাধিককাল তার অনুপস্থিতি বরিশালের রাজনীতির মাঠ থেকে সাদিকের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে বলেই মনে করছেন তার একান্ত অনুসারীগনও। ফলে এতদিন ক্ষমতাশীন দল ও সহযোগী সংগঠনের যেসব নেতা এ নগরীর ভাগ্য নিয়ন্তা ছিলেন, এখন তাদের অনেকই আপন ভুবনে প্রায় পরবাসী। অনেকেই রাজনীতির মাঠ ছাড়া।
এদিকে এতদিনের সাদিকের প্রভাবশালী অনুসারীরা বরিশাল মহানগরীতে কোনঠাশা হয়ে পড়ার সাথে তাদের দখলে থাকা বাস টার্মিনাল ও মিনি বাস টার্মিনাল সহ আরো কিছু সরকারী স্থাপনার নিয়ন্ত্রনও হাতছাড়া হয়েছে। অবষ্টিগুলোর নিয়ন্ত্রন পরিবর্তনও অত্যাসন্ন। তবে এসব বিষয়ে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছেন আগামী ১২ জুনের সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের সেরনিয়াবাত সয়ং। কোন ধরনের দখলবাজি সহ অনৈতিক কর্মকান্ডে আবুল খায়ের নিজেকে জড়িত করতে চান না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ জনেরা।
এদিকে আগামী ১২ জুনের বরিশাল সিটির ৫ম নির্বাচনে মেয়র পদে ৭জন ছাড়াও ৩০টি ওয়ার্ডে ১৩৩ এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে জন প্রার্থী প্রতিদন্ধীতায় রয়েছেন।
গত শুক্রবার প্রতিক বরাদ্ব সহ প্রচারনায় বিধি নিষেধ প্রত্যাহারের পরে গোটা বরিশাল মহানগরী পোষ্টারে ছেয়ে গেছে। বর্ষা মৌসুম বিধায় প্রায় সব প্রার্থীর লেমিনেটিং করা পেষ্টার ঝোলান হয়েছে নগরী যুড়ে। ইতোমধ্যে নগরীর সব উন্মুক্ত দেয়াল ঢেকে গেছে পোষ্টারে। আর শুক্রবার আনুষ্ঠানিক প্রচারনা শুরুর প্রথম দিনেই বিধি ভেঙে রাত প্রায় ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় খন্ড মিছিল সহ মাইক যোগে প্রচারনাও অব্যাহত ছিল।
তবে নির্বাচন কমিশন অন্য আরো অনিয়মের মত বিধি ভংগের এ বেপরোয়া কর্মকান্ডকে এখন পর্যন্ত আমলে নেয়নি।
এদিকে শণিবারও দিনভরই বরিশাল মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া মহল্লায় মূল তিন মেয়র প্রার্থী ব্যপক গনসংযোগ সহ প্রচারনায় রয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রচারনার দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন এলকায় গনসংযোগে রয়েছেন। সন্ধায় সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সিইসি’র বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল
গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর
শত্রুদের যে বার্তা দিলেন কিম
আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া
স্বামী ও ৬ সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী
গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান
সন-টটেনহ্যাম চুক্তির মেয়াদ বৃদ্ধি
ইবি’র পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস