বাংলাদেশ স্বাস্থ্য সেবায় অনেকদূর এগিয়ে গেছে - কক্সবাজারে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক
৩০ মে ২০২৩, ০৭:২৬ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৭:২৬ পিএম
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন,
স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশে অনেক অগ্রগতি লাভ করেছে। আজ বাংলাদেশ স্বাস্থসেবায়
অনেকদূর এগিয়ে গেছে।
তিনি (আজ) মঙ্গলবার কক্সবাজারে হোপ ফাউন্ডশন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আজ বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। তিনি করোনার সময় মৃত্যুর হার কমে থাকার জন্য স্বাস্থ্য সেবার অগ্রগতির কারণ বলে উল্লেখ করেন। তিনি সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারী হাসপাতাল গুলোর স্বাস্থ্য সেবার প্রশংসা করেন।
তিনি বলেন, ডা. ইফতিকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এই হাসপাতালটি শুধু কক্সবাজারবাসীর জন্য নয়, গোটা
বাংলাদেশের মানুষের জন্য অনন্য।
মঙ্গলবার বিকেলে ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফউন্ডশনের চেয়ারম্যান ডা. ইফতেখার উদ্দিন মিনার।
হোপ ফাউন্ডেশনের মেটারনেটি এন্ড ফিসটুলা সেন্টার এর উদ্বোনী অনুষ্ঠানে ফাউন্ডশনের চেয়ারম্যান ডা. ইফতেখার উদ্দিন মিনার
স্বাগত বক্তব্যে প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কক্সবাজােরর একজন ছেলে গত ৩৩ বছর আগে আমেরিকায় গিয়ে তার বাবার অনুপ্রেরণায় তিনি গত ২৩ বছর ধরে বাংলাদেশের গ্রামে গঞ্জে হোপ ফাউন্ডশনের মাধ্যমে মানব সেবা করে যাচ্ছেন।
তিনি বলেন, দেশে ২০ হাজারেরও বেশী ফিস্টুলা রোগী কষ্টকর জীবন যাপন করছে। হোপ ফাউন্ডেশন দেশের ১১ টি জেলায় এখন ফিস্টুলা চিকিৎসা দিয়ে যাচ্ছে। সরকার দেশকে ফিস্টুলামুক্ত করতে চায়। এলক্ষ্য অর্জনে হোপ ফাউন্ডেশন বাংলাদেশকে ফিস্টুলামুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।
এই অঞ্চলে হোপ ফাউন্ডেশন মায়েদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি ফিস্টুলা বিষয়ে চিকিৎসায় জনগণের ভালবাসা অর্জন করেছে।
তিনি হোপ ফাউন্ডেশনের শুরু দিকে দায়িত্ব পালনকারী তার পিতা মরহুম জহির উদ্দিন ও প্রফেসর মরহুম জানে আলমসহ যারা এর সাথে ছিলেন এবং আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কক্সবাজার শহরতলীর চাইন্দায় মাও শিশু হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এমপি কমল বলেন, ১৯৯৯ সালে ডা. মিনার এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন এলাকার মায়েদের সেবা করার জন্য। ডা. মিনার ৩৩ বছর আমেরিকা কাটিয়েও দেশের কথা ভুলেননি। তিনি ডাক্তার মিনারের শিশু ইউনিট করার জন্য ২০ লাখ টাকার অনুদান ঘোষণা দেন।
তিনি বলেন, ১৫ বছর আগেও উপজেলা সদরে একজন ডাক্তার পাওয়া যেতনা। এখন অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, পাকিস্তান এখন একটি দরিদ্র দেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনায় এটি সম্ভব হয়েছে। আমাদের রিজার্ভ পাকিস্তান ভারতের চেয়েও বেশী।
তিনি বলেন, গণতন্ত্রের সঙ্ঘা হচ্ছে কোন বিদেশীর কথায় বাংলাদেশ চলবেনা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বশর মোহাম্মদ খুরশেদ আলম বলেন, তার চাকরী জীবনে মহেশখালীতে ৮০'র দশকে যে অবস্থা ছিল তা আজ নেই। এটি পরিবর্তন হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে।
অতিরিক্ত সচিব হাশমত আলী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এমপি আশেকুল্লাহ রফিক বলেন, সরকার জনগণের দুরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার যে পরিকল্পনা হোপ ফাউন্ডেশন সেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হোপ ফাউন্ডেশন মিডওয়াইফারী প্রশিক্ষণ দিয়ে মায়েদর স্বাস্থ্য রক্ষায় কাজ করে। এই হোপ ফাউন্ডেশন মহেশখালী-কুতুবদিয়াতেও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার কাজ করছে।
এনজিও বিষয়ক পরিচালক শেখ মুহাম্মদ মুনিরুজ্জামান বলেন, ডা. মিনারের হোপ ফান্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আমেরিকায় থেকে এত বর কাজ করছেন। তার এই ভালো কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন মাহবুবুর রহমান ও রামুর ইউএনও ফাহমিদা মোস্তফা এবং বিদেশী কয়েকজন প্রতিনিধি ও ফিস্টুলা ফাউন্ডশন ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নেত্রকোনায় দুর্বৃত্তদের কোপে পুলিশের এস আই খুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই