বরিশাল সিটি নির্বাচনে যোর প্রচারনায় ভোটারদের কৌতুহল বাড়লেও আগ্রহ সৃষ্টি হয়নি
০৪ জুন ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০৫:৫০ পিএম
বরিশাল সিটি করপোরেশনের ১২ জুনের নির্বাচনে প্রচারনার সময় শেষ হয়ে আসার সাথে প্রার্থীরাও নির্ঘূম সময় কাটাচ্ছেন। সাথে নানামুখি প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয় করার সর্বাত্মক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নগরীর একটি ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশের বিশেষ শাখা থেকে বরিশঅল সিটির ১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬টিকেই ঝুকিপূর্ণ বরে চিঞ্হিত করা হয়েছে বরে জানা গেছে। এসব কেন্দ্রের জন্য বাড়তি ফোর্সূ সহ অঅ।¦নি-শৃংখলা বকাহিনী বাড়তি নজরদারীতে রাখবে। আসন্ন নির্বাচনে আইনÑশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ, র্যাব,এপিবিএন ও আনসারের বিপুল সদস্যর বাইরে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন থেকে নগরীতে ১০ প্লাটুন ফোর্স চাওয়া হয়েছে বলে জানা গেছে। ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর তত্বাবধানে বিজিবি নির্বাচনের দিন সহ আগে পরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
ইতোমধ্যে ভোট গ্রহনের লক্ষে ইভিএম বরিশালে পৌছলেও ক্লোজ সার্কিট ক্যমেরা এখনো পৌছেন। দু-একদিনের মধ্যেই এসব ক্যামেরা পৌছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এদিকে ধর্মকে পুজি করে প্রচারনা চালানোর অভিযোগ ইতোমধ্যে ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করমিকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে যেসব শ্লোগান ও বক্তব্যের অভিযোগ এ সতর্কতা দেয়া হয়েছে, রোববার দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গত দুটি দিন মুফতি ফয়জুল করিম ছাহেব নগরীর হাজী মহশিন মার্কেট, ডিসি ঘাট-শাহী মসজিদ এলাকা ছাড়াও সাগরদী বাজার ও আমতলা মোড় এবং ২৮ নম্বর ওয়ার্ডর ফিসারী রোড ছাড়াও ২২ নম্বর ওয়ার্ডে গনসংযোগ সহ এসব এলাকার মসজিদ সমুহে জোহর থেকে এশার নামাজ আদায় করেন। তিনি রোববার দুপুরে নগরীর আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন। সর্বত্রই নগর ভবনকে সেবা মূলক প্রতিষ্ঠানে পরিনত করার অঙ্গিকার সহ নগরবসীর ওপর থেকে বাড়তি ও অযৌক্তিক করের বোঝা হ্রাস করার কথাও জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ গত দুদিন নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ইন্দ্রকাঠী নয়গাঁও স্কুল মাঠে এবং ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল মাঠে উঠান বৈঠক ছাড়াও বাংলাবাজার এলকায় গনসংযোগ করেন। এসব বৈঠকে তিনি সবার কাছে দোয়া চেয়ে নির্বাচিত হলে একটি সৎ ও জনবান্ধব নগর প্রশাসন উপহার দেয়ার কথা জানান।
এদিকে আসন্ন সিটি নির্বাচনে বর্তমান মেয়র ও জেষ্ঠ পুত্র সাদিক আবদুল্লাহ’কে বাদ দিয়ে ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দেয়ায় অভিমানে হাত গুটিয়ে নেয়া আবুল হসনাত আবদুল্লাহর সাথে দলীয় মেয়র প্রার্থীর দুরত্ব আপতত কিছুটা কমেছে বলে জানা গেছে। আবুল খায়ের গৌরনদীতে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিতে গেলে সেখানে অগ্রজ আবুল হসনাত আবুল খায়েরকে মঞ্চে তুলে হাতে হাত রেখে তার প্রতি সমর্থন ঘোষনা করেছেন। নগরীতে সাদিক-এর কিছু অনুসারী ইতোমধ্যে নৌকার প্রার্থী আবুল খায়েরের পক্ষে কাজ করছেন। পাশাপশি নগরীতে সাদেক পন্থীদের একটি বড় অংশই ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিমকে সমর্থন করছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে জাতীয় পার্টি প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস রোববার তার নির্বাচনী ইসতেহার ঘোষনা করে নির্বাচিত হলে একটি সুন্দর, পরিবেশ বান্ধব নগরী উপহার দেয়া সহ বাড়তি কর আরোপ ছাড়াই আদর্শ নগরী উপহার দেয়ার কথা জানিয়েছেন। তিনি সব নগর করদাতার জন্যই সহনীয় কর ব্যাবস্থা প্রবর্তনেরও অঙ্গিকার করেছেন। জপা প্রার্থী রোববার নগরীর চাঁদমারী স্টেডিয়াম কলোনীতে গনসংযোগ সহ কাশীপুর ইছাকাঠী ও হজরত শাহ পরান সড়কে উঠান বৈঠকেও যোগদান করেন। এছাড়া তিনি শণিবার নগরীর আরো কয়েকটি স্থানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে মত বিনিময় সহ গনসংযোগ করেন।
জাএকর পার্টি প্রার্থী মিজনুার রহমান বাচ্চুর প্রচারনায়ও গতি এসছে। তিনি নগরীতে ব্যাপক গনসংযোগড় সহ মাইক যোগেও প্রচারনা চালাচ্ছেন।
এদিকে বরিশাল সিটি নির্বাচন ঘনিয়ে আসার সাথে ভোট গ্রহন নিয়ে সাধারন মানুষের মাঝে কৌতুহল আরো বাড়লেও ভোট দেয়ার ক্ষেত্রে এখনো ভোটারদের তেমন আগ্রহ লক্ষনীয় নয়। পাশাপাশি এখনো ভোটারগন কোন মুখ খুলছেন না। যারা ভোট কেন্দ্রে যাবেন, তারা বুঝে শুনে প্রার্থী ও দলের বর্তমান ও অতীত কর্মকান্ড বিবেচনায় নিয়েই ভোট দেবেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
অপরদিকে মূল বিরোধী দল বিএনপির তরফ থেকে এ নির্বাচনকে এখনো সরকারী দল ও তাদের বি-টিম’এর পাতানো খেলা বলেই মনে করা হচ্ছে। দলের পক্ষ থেকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকা সহ দলের কাউকেই নির্বাচনে প্রার্থী না হতে বলা হয়েছে। এমনকি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলের যেসব প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের ব্যাপারে খুব সহসাই কঠোর পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলেও দলীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তাদের কৈবফিয়ত তলব করে জাবাব নেয়া হয়েছে।
তবে বরিশাল নগর পরিষদের ১২ জুনের ভোট গ্রহন নিয়ে গোটা বরিশাল মহানগরীতে জমজমাট প্রচারনা অব্যাহত থাকলেও সে তুলনায় জনসম্পৃক্ততা তৈরী হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ৪-৬-২০২৩.
==================================
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা