পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণাঞ্চল সহ পশ্চিম জোনে বিদ্যুৎ সংকটের সাথে ভোল্টেজ সমস্য প্রকট হল
০৫ জুন ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৫ এএম
কয়লার অভাবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ২য় ইউনিটটিও সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন্ধ করে দেয়ায় জাতীয় গ্রীডে সংকট বৃদ্ধির সাথে দক্ষিণাঞ্চল সহ সমগ্র পশ্চিম জোনে ভোল্টেজ সমস্যায় শিল্প,বানিজ্য ও আবাসিক গ্রাহকদের দূর্ভোগ বাড়ল। আরো দু মাস আগে থেকেই ভোলাতে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াটের একটি বেসরকারী কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন বন্ধ রয়েছে জরুরী রক্ষনাবেক্ষনের নামে। ফলে বিদ্যুৎ সংকটের চেয়ে ভোল্টেজ সংকট আরো বাড়ছে। এমনকি ভোল্টেজ সংকটে পশ্চিম জোনের ২১ জেলার প্রায় ৩০ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকার বৈদ্যুতিক সামগ্রীর সুষ্ঠু ও নিরাপদ পরিচালনও অনিশ্চিত হয়ে পড়ছে। গত ২৪ এপ্রিল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির ১ম ইউনিটটি বন্ধ করে দিতে হয়েছে কয়লার অভাবেই। দুটি ইউনিট পূর্ণ লোডে চালু রাখতে প্রতিদিন সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার টন উন্নতমানের কয়লার প্রয়োজন।
ডলার সংকটে সময়মত এলসি খুলতে পারায় দেশের অন্যতম বৃহত এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেলেও আমামী ২৬ জুন থেকে ২টি ইউনিটই উৎপাদনে ফিরবে বলে দৃড় আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রটির তত্বাবধায়ক প্রকৌশলী অপারেশন। আগামী ১৬ দিনের মাথায় দেশে কয়লা পৌছবে বলে জানিয়ে তিনি বলেন, জাহাজ থেকে কয়লা আনলোড সহ তা তাপ বিদ্যুৎ কেন্দ্রটির স্টক ইয়ার্ডে পৌছান এবং কোল ফায়ারের ১৬-১৮ ঘন্টা পরে ইউনিট দুটি উৎপাদনে আসবে। সে হিসেব ২৫ বা ২৬ জুনের মধ্যেই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটই পূর্ণ উৎপাদনে ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেনে তিনি।
দেশের অন্যতম বৃহত এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট জাতীয় গ্রীডে যুক্ত হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল হতে ব্যাপক সহায়ক ভ’মিকা পালন করছিল। পাশাপাশি দক্ষিণাঞ্চল সহ পশ্চিম জোনের ২১ জেলায় বিদ্যুতের ভোল্টেজ ব্যবস্থাও পরিপূর্ণ অবস্থায় থাকায় শিল্প-বানিজ্য ও আবাসিক গ্রাহকদের বৈদ্যুতিক সামগ্রীর সুরক্ষা নিশ্চিত হয়। কিন্তু এ দুটি উৎপাদন ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংকটের সাথে জাতীয় গ্রীড সহ সরবারহ ও বিতরন লাইনগুলোতে ভেল্টেজ সমস্যা বেড়েছে। এমনকি ৩৩ কেভি লাইনে ভোল্টেজ কোন কোনস্থানে ৩০ হাজারেও নেমে গেছে। গ্রাহক পর্যায়ে লো-টেনশন লাইনে ২২০ ভোল্টের স্থলে তা ২শ ভোল্টের নিচেও নেমে যাচ্ছে সান্ধ্য পীক ও ডে-পীক আওয়ারে।
তবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল মহল এ সংকটকে মেনে নিয়ে অন্তত কুড়ি দিন অপক্ষো করার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ ও চীনের দুটি রাষ্ট্রীয় কোম্পানীর সমান মালিকনায় প্রায় ১৯ হাজার ৫শ কোটি টাকা ব্যায়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ২০১৬ সালের ২৯ মার্চ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ২০২০-এর ফেব্রুয়ারীতে পরিক্ষামূলক উৎপাদন শুরুর পরে ঐবছরই ১৫ মে প্রথম ইউনিট এবং ৮ ডিসেম্বর ২য় ইউনিট বানিজ্যিক উৎপাদন শুরু করে। তবে গ্রীড লাইন নির্মানের অভাবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরিক্ষামূলক ভাবে জাতীয় গ্রীড যুক্ত হয় গত বছর ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর থেকে বানিজ্যিক ভাবে পায়রা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয় । এর আগে গত বছর ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম বৃহত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
পিডিবি এবং পিজিসিবি’র দায়িত্বশীল সূত্রের মতে দেশে বর্তমানে সান্ধ্যপীক আওয়ারে প্রায় সাড়ে ১৩ হাজার মেগাওয়াট চাহিদার বিপরিতে ১২ হাজার মেগাওয়াটের কিছু বেশী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিদ্যুৎ ও জ¦ালানী প্রতিমন্ত্রী রোববার এক সংবাদ সম্মেলনে দেশে প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কথা জানিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
পায়রা’র পাশাপাশি নিকট দুরের তালতলী ৩৫৫ মেগাওয়াট ক্ষমতার অপর তাপ বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রডে পৌছাতে বাংলাদেশ সরকার ও পাওয়ার গ্রীড কোম্পানী-পিজিসিবি’র যৌথ অর্থায়নে প্রায় ২ হাজার ৮শ কোটি টাকা ব্যায়ে ১৬৩ কিলোমিটার দীর্ঘ পায়রা-বরিশাল-গোপালগঞ্জ ৪ লাখ ভোল্টেজের ডবল সার্কিট সঞ্চালন লাইনটি নির্মান করা হয়েছে। ২০১৭ সালে শুরু হয়ে ২০২০-এর জুনের মধ্যে ঐ লাইন নির্মান শেষ হয়। নির্মিত ঐ লাইনের মাধ্যমেই বরিশাল সহ সমগ্র দক্ষিনাঞ্চল ছাড়াও পশ্চিম জোন ও ঢাকার আমীন বাজার সাব-স্টেশন হয়ে জাতীয় গ্রীডে পায়রা ও তালতলীর বিদ্যুৎ পৌছছে।
এদিকে কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটই বন্ধের আরো দু মাস আগে থেকেই ভোলায় ২২৫ মেগাওয়াটের গ্যাস ভিত্তিক একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষনের নামে সাময়িক বন্ধের দুমাস পরেও বেসরকারী ঐ ইউনিটটি নির্ধারিত সময়ে উৎপাদনে ফেরেনি। ফলে দক্ষিণাঞ্চলের গ্রীড লাইন সহ গ্রাহক পর্যায়ে ভোল্টেজ সংকট আরো তীব্রতর হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমানশক্তিকে অদম্য হয়ে উঠছে চীন
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১