দক্ষিণাঞ্চলে অপ্রতিরোধ্য ডায়রিয়া পরিস্থিতি
০৬ জুন ২০২৩, ১০:২০ এএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১০:২০ এএম
দক্ষিণাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রনে আসছে না। প্রতি দিনই আক্রন্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। সদ্য সমাপ্ত মে মাসের ৩১ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলার শুধু সরকারী হাসপাতালগুলোতেই সাড়ে ১২ হাজার ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মাসের প্রথম ৬ দিনে আক্রান্তের সংখ্যা আরো প্রায় দেড় হাজার। এ নিয়ে চলতি বছরের গত ৫ মাসে এ অঞ্চলের সরকারী হসপাতালসমুহে ডায়রিয়া আক্রান্ত প্রায় ৩৭ হাজার ডায়রিয়া রোগী চিকিৎসা গ্রহন করল। এর বাইরে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক সহ বিভিন্ন চিকিৎসকের ব্যাক্তিগত চেম্বারে আরো দ্বিগুনেরও বেশী রোগী চিকিৎসা নিয়েছে বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহল। তবে গত বছরের মত চলতি বছরের প্রথম ৫ মাসেও দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
গত বছরও মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিনাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত প্রায় ৭২ হাজার নারী-পুরুষ ও শিশু চিকিৎসা গ্রহন করে। ২০২১ সালেও মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণাঞ্চলের সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে ডায়রিয়া আক্রান্ত ৭০ হাজারের বেশী নারী-পুরুষ ও শিশু চিকিৎসা গ্রহন করেছিলেন। সে সময়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। তবে যে সংখ্যক ডায়রিয়া রোগী সরকারী হাসপাতালসমুহে চিকিৎসা গ্রহন করে থাকে, তার দ্বিগুনেরও বেশী বিভিন্ন চিকিৎসক সহ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে একাধিক সূত্রে দাবী করা হয়েছে। বিষয়টির সাথে দ্বিমত পোষন করছেন না স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহলও।
গত মে মাসে ডায়রিয়া আক্রান্তদের মধ্যে বরিশালে প্রায় দেড় হাজার, পটুয়াখালীতে ১ হাজার ৮শ, দ্বীপজেলা ভোলাতে আড়াই হাজার, পিরোজপুরে প্রায় ২ হাজার, বরগুনাতে ১২ শ এবং ঝালকাঠীতেও সহশ্রাধিক নারী-পরুষ ও শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালসমুহে চিকিৎসা নিয়েছেন।
এ নিয়ে চলতি বছরের প্রথম ৫ মাসে বরিশালের বিভিন্ন সরকারী হাসপাতালে ৬ হাজার, পটুয়াখালীতে প্রায় ৭ হাজার, ভোলাতে প্রায় ১০ হাজার, পিরোজপুরে প্রায় সাড়ে ৭ হাজার ,বরগুনাতে প্রায় ৪ হাজার এবং ঝালকাঠীর ৪টি উপজেলার বিভিন্ন সরকারী হাসপতালে প্রায় সাড়ে ৩ হাজার নারী পুরুষ ও শিশু ডায়রিয়ার চিকিৎসা গ্রহন করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানা গেছে।
দক্ষিণাঞ্চলের ৬ জেলায় গত জানুয়ারীতে ৪ হাজার ৩৪৫ জন ডায়রিয়া রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসা গ্রহন করলেও ফেব্রুয়ারীতে সংখ্যাটা ৪ হাজার ৬২০ জনে উন্নীত হয়। কিন্তু মার্চে এ অঞ্চলে ডায়রিয়া রোগীর সংখ্যা এক লাফে ৬ হাজার ৭০৪ জনে উন্নীত হয়। এপ্রিলে পরিস্থিতির আরো অবনতি ঘটে। এ সময়ে সরকারী হাসপাতালসমুহে ডায়রিয়া রোগীর সংখ্যাটা ৯ হাজার ৬৮২ জনে উন্নীত হয়। আর সদ্য সমাপ্ত মে মাসে চলতি বছরের সর্বাধিক ১২ হাজার ৪৬৪ জন ডায়রিয়া রোগী দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালসমুহে চিকিৎসা গ্রহন করেছেন। এ পরিসংখ্যান দক্ষিণাঞ্চলের ডায়রিয়া পরিস্থিতির জন্য কোন সুখকর বার্তা দিচ্ছে না বলেই শংকা প্রকাশ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহল সহ বিশেষজ্ঞ চিকিৎসকগনও। চিকিৎসকগন সহজপাচ্য খাবার গ্রহনের পাশাপাশি পথ খাবার গ্রহনে সতর্কতা অবলম্বন সহ বিশুদ্ধ পানি পান নিশ্চিত করারও পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান জানান, গত কয়েকটি বছর করেনা’র সাথে ডায়রিয়া ও ডেঙ্গু নিয়ে দক্ষিনাঞ্চলের সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিরন্তর পরিশ্রম করে চলেছে। তার মতে,পানিবাহিত এ রোগ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জনান। তারমতে, ডায়রিয়া চিকিৎসায় দক্ষিণাঞ্চলে ৪১০টি মেডিকেল টিম কাজ করছে। তিনি সকলকে খাবার গ্রহনে অধিকতর স্বাস্থ্য সচেতন হবারও পরামর্শ দেন। চিকিৎসকের কিছু ঘাটতি থাকলেও ডায়রিয়া প্রতিরোধে এ অঞ্চলের সবগুলো সরকারী স্বস্থ্য সেবা প্রতিষ্ঠান ও কর্মী প্রস্তুত রয়েছে বলে জানান বিভভাগীয় পরিচালক। এমনকি ডায়রিয়া চিকিৎসায় আইভি স্যালাইন সহ কোন চিকিৎসা সামগ্রীর অভাব নেই বলে দাবী করে পরিচালক জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে ১ হাজার সিসি’র প্রায় ৪৮ হাজার এবং ৫শ সিসি’র প্রায় ২৭ হাজার ব্যাগ স্যালাইন মজুত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ক্যাপসুল এবং ওরাল সাসপেন্সন এর কোন সংকট নেই বলেও দাবী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক-এর।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমানশক্তিকে অদম্য হয়ে উঠছে চীন
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১