ফরিদপুর আদালতে রজশাহীর বিত্রনপির নেতা চাদ
০৬ জুন ২০২৩, ০৫:২১ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ০৫:২১ পিএম
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৫) আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) চাদঁকে একটি পুলিশ ভ্যানে করে শতাধিক পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।
এসময় আদালত চত্বরে মামলার বাদী শামীম হক, সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী হাজির ছিলেন। তারা আদালত চত্বরে জয় বাংলা,' জয় বঙ্গবন্ধু ও বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান' বলে স্লোগান দেন।
সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে আদালত চত্বরে ভীর জমাতে থাকেন। এরপর সকাল দশটা ২০ মিনিটের দিকে চাঁদের একটি কুশ পুতুল আদালত চত্বরে আনা হয়।
বেলা পৌনে ১১টার দিকে জেলা কারাগার থেকে বিএনপি নেতা আবু সাঈদকে চাঁদকে পুলিশ ভ্যানে করে ফরিদপুর এক নম্বর আমলী আদালতের (সদর) বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়ের আদালতে হাজির করা হয়। আদালতে কার্যক্রম মাত্র দুই মিনিটের মধ্যে শেষ হয়।
চাঁদকে দোতলায় উঠানোর সময় আওয়ামী লীগের সমর্থকরা ফাঁসি দাবি করে স্লোগান দেয়। পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম আহ্বাযক আলী আশরাফ সহ বিএনপিপন্থী আইনজীবীরা দলীয় স্লোগান দেয়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এজলাসে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি মহানগর বিএনপির আহ্বায়ক কাইউম ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানানোর পর কাঠগড়া থেকে চাঁদকে নামানোর সময় জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া কথা বলতে গেলে পুলিশের হাতে নাজেহাল হন।
পরে এজলাসে ১০ মিনিট অবস্থানের পর তাকে আবার পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় চাঁদকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালত চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।
বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, দেশে অনেক জায়গায় সাঈদের বিরুদ্ধে মামলা হয়েছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জেলা হিসেবে আমরা গর্বিত যে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার নামে ফরিদপুরে মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা তো পার পেতে পারেন না।
কোর্টের পাশে স্বাধীনতা চত্বরে চাঁদের কুশপুতুল পোড়ানো হয়।
প্রসঙ্গত, গত ২৩ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের (৬৫) নামে ২০ কোটি টাকার মানহানি ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক (৬৫)।
এ মামলার বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন, আবু সাঈদ চাঁদকে আজ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ জুলাই।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, ‘একজন রাজনৈতিক নেতার মুখ ফসকে বের হওয়া বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হয়রানি দুঃখজনক। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। আওয়ামী লীগ আজ আদালত প্রাঙ্গণে পেশী শক্তি প্রদর্শনের যে মহড়া দেখালো তা আদালতের ওপর বল প্রয়োগ করার শামিল, তা নিন্দনীয়
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
"মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য"
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে