রাবিতে চূড়ান্ত পরীক্ষায় বসতে না পারার শঙ্কা, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
০৬ জুন ২০২৩, ০৯:১৩ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:০১ এএম
পর্যাপ্ত ক্লাস না হওয়ায় নন-কলেজিয়েট ও ডিস-কলেজিয়েট হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত অধিকাংশ শিক্ষার্থী। এমন অভিযোগ এনে পরীক্ষা না দিতে পারার শঙ্কায় পর্যাপ্ত ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৬ জুন) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবনে বিভাগটির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, পর্যাপ্ত ক্লাস না হওয়ায় বিভাগের অধিকাংশ শিক্ষার্থী নন-কলেজিয়েট ও ডিস-কলেজিয়েট হয়েছেন। বিভাগটিতে প্রায় ১১০জন শিক্ষার্থী রয়েছে। মাস্টার্সে ৬টি কোর্সে তিনটি ইউনিট রয়েছে। প্রতিটি কোর্স সম্পন্ন করতে ৩০টি ক্লাস হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ক্লাস নেননি শিক্ষকরা। কোনো শিক্ষকই ৩০টি ক্লাস পূর্ণ করতে পারেনি বলে শিক্ষার্থীদের অভিযোগ। ২০ এর কম ক্লাস নিয়েছেন বলে জানা গেছে অধিকাংশ শিক্ষক। ফলে অনেক শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হয়ে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে না। বিভাগের ১১০ শিক্ষার্থীর মধ্যে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীর সংখ্যা ৪৮ জন, নন-কলেজিয়েট শিক্ষার্থীর সংখ্যা ৩৬ জন এবং পরিপূর্ণ ক্লাস তথা কলেজিয়েট হয়েছেন মাত্র ১৪জন শিক্ষার্থী। বিভাগের সভাপতির সাথে দেখা করে কোনো রকম আশ্বাস না পেয়ে এ আন্দোলনে বসেন তারা।
শিক্ষার্থীদের দাবি, পর্যাপ্ত ক্লাস হলে তাদের সকলেরই কলেজিয়েট আসবে এবং তারা চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে। তাই পর্যাপ্ত ক্লাস নেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে বসেন তারা। পর্যাপ্ত ক্লাস না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এনামুল হোসাইন নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রতিটি কোর্সের পর্যাপ্ত ক্লাস হয়নি। কিছু সমস্যার কারণে আমরাও কিছু ক্লাস করতে পারিনি। মাস্টার্সের ফরম পুরণ করতে গিয়ে দেখি আমাদের অনেকরই নন-কলেজিয়েট ও ডিস-কলেজিয়েট আসছে। পর্যাপ্ত ক্লাস হলে আমরা কলেজিয়েট হয়েই পরীক্ষা দিতে পারবো। তাই পর্যাপ্ত ক্লাসের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান এ শিক্ষার্থী।
ইমরান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা ৪৮জন শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হয়েছি। পর্যাপ্ত পরিমাণে ক্লাস না হওয়ায় আমরা সকলেই ডিস-কলেজিয়েট হয়েছি। পরিপূর্ণ ক্লাস হলে আমাদের কলেজিয়েট আসবে। পর্যাপ্ত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে আমরা এখানে এসেছি।
কলেজিয়েট হয়েও বন্ধুদের ছাড়া পরীক্ষা দিবে না রেদোয়ানুল ইসলাম এক শিক্ষার্থী। তিনি বলেন, আমি কলেজিয়েট হয়েছি তবুও বন্ধুদের ছাড়া পরীক্ষা দিবো না। তাই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ-উজ-জামান বলেন, শিক্ষার্থীরা অনেকেই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এ ফরমগুলো আজকে একাডেমিক সভায় উত্থাপন করা হয়। যারা ডিস-কলেজিয়েট তারা পরীক্ষায় বসতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক সভার সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা আমার নেই বলে জানান তিনি।
পর্যাপ্ত ক্লাস হয়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক শিক্ষক শিক্ষার্থী না পেয়ে ক্লাস থেকে ফিরে এসেছেন। শিক্ষার্থীরা বলেছেন ক্লাস না করেও পরীক্ষা দেওয়া যায়। এই জন্য পর্যাপ্ত ক্লাস হয়নি বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. সোহেল, সদস্য সচিব ড. মাসুদ
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম