বরিশালে সড়কে ‘ডমিনেশন পেট্রোল’, বিএনপি নেতা বহিস্কার
১১ জুন ২০২৩, ১০:২১ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
ভোটের আগের দিন বিশেষ এক দৃশ্যের সাক্ষী হলেন বরিশাল নগরবাসী। রোববার নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করল বিজিবি, মহানগর পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, কোস্ট গার্ড ও র্যাবের গাড়িবহর। প্রায় ৫০টি গাড়ির বহরের এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘ডমিনেশন পেট্রোল’।
যার নেতৃত্ব দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ভোটারদের আশ্বস্ত করতেই বিশেষ এই পেট্রোল পরিচালনা করা হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা।
এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নগরীজুড়ে বিরাজ করছে ভোটের আমেজ। রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, রয়েছে শান্তিপূর্ণ পরিস্থিতি।
পুলিশ কমিশনার জানান, বেলা আড়াইটার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম থেকে পেট্রোলিং শুরু হয়। বাহিনীগুলোর গাড়ি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তিনি সাংবাদিকদের বলেন, আমি বারবার বলেছি, আমরা শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। ভোটারদের কারো মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের বোঝাতে চাই যে, আমরা সব বাহিনী এখানে রয়েছি। তাই সবাইকে নিয়ে পেট্রোলিং করেছি। এমন মহড়া দেখে ভোটাররা ভয় পেয়ে যাবেন কি-না সে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভোটারদের ভয় দূর করতে চাই। তাদের জানাতে চাই যে, তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সব বাহিনী পাশে রয়েছি।
আউটার স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ পেট্রোলিং নগরীর আমতলা মোড় হয়ে কাশিপুর সুরভী পেট্রোল পাম্প থেকে ঘুরে বিএম কলেজ সড়কে যায়। সেখান থেকে সদর রোড হয়ে আবারও স্টেডিয়ামে ফিরে যায় বলে জানিয়েছেন উপ-কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত।
বিএনপির এক নেতাকে বহিষ্কার
এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রচার ও কার্যক্রমে অংশ নেওয়ায় ওয়ার্ড বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার এ বহিষ্কারাদেশের কথা জানান মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন। বহিষ্কৃত নেতার নাম মজনু বেপারী, তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জাহিদুর রহমান রিপন বলেন, প্রহসনের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এক প্রার্থীর পক্ষে বিভিন্ন কার্যক্রম অংশ নিয়েছেন মজনু বেপারী। এ জন্য গত ৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। নোটিশের কোনো জবাব না দিয়ে তিনি গুরুতর অসদাচরণ করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন