সাহসী বীর মুক্তিযোদ্ধা হিসাবে কিংবদন্তী প্রকৌশলী আবুল কাশেম চাঁদ
১৩ জুন ২০২৩, ০৩:৫০ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ০৩:৫০ পিএম
১৯৭১ সালে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাপিয়ে পড়েছিলো মহান মক্তিযুদ্ধের যোদ্ধারা সারা দেশের মতো ১৯৭০-৭১ এর এ স্বাধীনতার পূর্বে চিলমারী থানাতেও স্বাধীনতার পূর্বে গণজোয়াড় এসেছিলো সেই সময় এ এলাকার স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলো এ অঞ্চলের একদল মক্তিযোদ্ধা তারই এক উদাহরন হিসাবে এখনো বেচেঁ আছেন প্রকৌশলী আবুল কাশেম চাঁদ । উত্তর অঞ্চলের চিলমারী উপজেলার শরীফের হাট এলাকায় ১৯৫১ খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন । তার পিতা আলহাজ¦ দছর উদ্দিন ব্যাপারী একজন শিক্ষিত এবং প্রভাব শালী ব্যক্তি ছিলেন চাঁদ ভাইদের মধ্যে ছিলেন খুব সাহসী ও জ্ঞানী । বাল্যকালে চিলমারী উচ্চ বিদ্যালয় এ নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করার পর ১৯৬৬ খিষ্টাব্দ উলিপুর এম এস হাই স্কুলে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৬৮ খিষ্টাব্দে রাজশাহী সরকারী কলেজ থেকে প্রথম বিভাগে এইচ এস সি এবং প্রকৌশরী বিশ^বিদ্যালয় ঢাকা থেকে প্রকৌশল বিভাগে গ্রজুয়েশন পাশ করেন। জনাব আবুল কাশেম চাঁদ প্রকৌশল বিশ^বিদ্যালয় ২য় বর্ষের ছাত্র থাকালীন শুরু হয় হয় মহান মক্তিযুদ্ধ। ১৯৬৯-৭০ এর গন আন্দোলন,১৯৭০-৭১ এর স্বাধীনতা যুদ্ধ। তিনি ছাত্র থাকা অবস্থায় ছ্ত্রা রাজনীতির সাথে যুক্ত ছিলেন ঢাকা প্রকৌশল বিশ্বিবিদ্যালয়ে ছাত্র আন্দোলনে তিনি অন্যতম সহযোগী হিসাবে, ঢাকায় ছাত্রদেও বিভিন্ন মিছিল মিটিং ও সভায় উপস্থিত থেকে সংগ্রামী নেতৃত্ব দিয়েছিলেন। আবুল কাশেম চাঁদ ১৯৭১ সালের ৭ এই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের নিজ এলাকা চিলমারীতে চলে আসেন। স্থানীয় রাজনীতিবিদেও সাথে যোগাযোগ রক্ষা কওে সাদাকাত হোসেন সক্কু মিয়ার (এম এন এ)এর নেতৃত্বে গঠিত সংগ্রাম পরিষদ কমিটির অন্যতম সদস্য হন। ১৯৭১ সালে ৩০ মার্চ চিলমারী থানার ইপিআরদের আক্রমন ও হত্যার মধ্যে দিয়ে তিনি প্রথম মক্তিযুদ্ধ শুরু করেন এর পর বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তার বিদ্যা বুদ্ধি ও বিচক্ষণতার জন্য ১১ নং সেক্টরের চাঁদ কোম্পানী,তথা চিলমারী- উলিপুরের কোম্পানী কমান্ডার এবং রৌমারী ট্রেনিং সেন্টারের পরিচালক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে চিলমারীর রেইড এর নেতৃত্বে দিয়ে ১৯৭১ সালে তিনি চিলমারী থানা শত্রুমুক্ত করেন। জেড-ফোর্স কমান্ডার মেজর জিয়া ১১ নং সেক্টও কমান্ডার মেজর তাহের এর মক্তিযুদ্ধকালে বিশেষ সহযোগীতা মুলক সর্ম্পেকের কারণে ইতিহাসের পাতায় মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্টিত হয়েছেন। তিনি চিলমারী তথা সমগ্র বাংলাদেশের সাহসী বীর মুক্তিযোদ্ধা হিসাবে কিংবদন্তী। কোম্পানী কমান্ডার জনাব আবুল কাশেম চাঁদ স্বাধীনতার পর কর্মজীবনের শুরুতে বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ বিভাগে প্রকৌশল হিসাবে কিছুদিন চাকুরি করেন । পরবর্তীতে তিনি সৌদি আরব সরকারের অধিনে কৃষি ও পানি মন্ত্রনালয়ে প্রকৌশলী হিসাবে ১০ বছর কাজ করেন। পরে তিনি নিজ অর্থায়নে ঢাকায় শিল্প কারখানা গড়ে তোলেন বেশ কিছুদিন চালানোর পর নিজ প্রয়োজনে পারি জমান দেশের বাইরে।
কোম্পানী কমান্ডার জনাব আবুল কাশেম চাঁদ ১৯৮৫ সালে চিরমারী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে এক লক্ষ টাকা অনুদান প্রদান সহ বিভিন্ন সময় বিভিন্ন সেবা মুলক কাজের কারণে নিজ এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবে পরিচিতি লাভ করেছেন। জনাব আবুল কাশেম চাঁদ একজন লেখকও বটে তিনি অবসর সময়ে বেশ লেখালেখি করেন। তার লেখা মক্তিযুদ্ধেও সেই উত্তাল দিনগুলি ও বীরত্বের ঘটনাবলী নিয়ে “মুক্তিযুদ্ধেও যোদ্ধা আমি” নামে একটি গ্রন্থ রচনা করেছেন। তার রচিত এই গ্রন্থটি পড়ে এই সময়ের শিক্ষক ছাত্রছাত্রী সহ মুক্তিযুদ্ধেও গবেষক গণ অনেক তথ্য জানতে পারছেন। আবুল কাশেম চাঁদের এক ছেলে ও এক মেয়ে কে নিয়ে বর্তমানে দেশের বাইরে বসবাস করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড় দিন উদযাপন
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক
চার দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তোরেসকেও হারাল বার্সা
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সোহেল হাফিজ সভাপতি, সালেহ্ সম্পাদক
চাঁদপুরে জাহাজে নিশংস হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান
টঙ্গীতে হত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঘর পেয়ে খুশি বাক ও শ্রবন প্রতিবন্ধি আলেকজান বেগম
পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি পৃষ্ঠপোষকতাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কুষ্টিয়ায় নেই পর্যটকের ভিড়
পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল হাসিনার ফ্যাসিবাদের যাত্রা: মাওলানা শাহজাহান
আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে প্রকাশ্যে অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে কুপিয়ে জখম
মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন উপজেলা প্রশাসনের ৯ কর্মকর্তা
হুথির হামলায় পালানোর সময় ৯ ইসরায়েলি আহত
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজ
সোনারগাঁ শীতার্তদের মাঝে নাগরিক সমাজের উদ্যোগে কম্বল বিতরন
তারকাদের ভালোবাসায় সিক্ত মেহজাবীন, প্রশংসায় পঞ্চমুখ মিমি, জয়া, রুনা