ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের শিকার জাবি শিক্ষার্থী, সড়ক অবরোধ
১৩ জুন ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০১ এএম
ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ জুন) সন্ধা সাতটায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাভার থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন শান্ত জাবালী ও তার বান্ধবী। সিএন্ডবি এলাকার ওভারব্রীজ পার হলে ঝোঁপের আড়াল থেকে তিনজন ছিনতাইকারী চাপাতি নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। এসময় চাপাতির আক্রমণ ঠেকাতে গেলে শান্ত’র হাত কেটে যায়। এসময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। শান্ত সাহায্যের জন্য বাস থামানোর চেষ্টা করেন। ক্যাম্পাসের একটি বাস ঘটনাস্থলে পৌছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এসময় তিন দফা দাবি উপস্থাপন করে। দাবিগুলো হলো: ৪৮ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের আটক করতে হবে, সিএন্ডবি এলাকায় ওয়াচ টাওয়ার বসাতে হবে এবং ছিনতাইপ্রবণ এলাকায় পুলিশ টহল বাড়াতে হবে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিকশাওয়ালাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। আশুলিয়া ও সাভার হাইওয়ে থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এসময় দাবি মেনে নিয়ে সন্দেহভাজন রিকশাওয়ালাকে রিকশাসহ সাভার থানায় প্রেরণ করলে রাত ১০ টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ভুক্তভোগী শান্ত জাবালী বলেন, 'সন্ধ্যার একটু আগে আমি সাভার থেকে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলাম। সিএন্ডবি থেকে মীর মশাররফ হলের রাস্তার কাছাকাছি পৌঁছালে হঠাৎ তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী আমাদের আক্রমণ করে বসে। এসময় তারা চাপাতি ধরে আমাদের চেক করতে থাকে। আমার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। আমি দ্রুত রিকশা থেকে নেমে সাহায্যের জন্য বাস দাঁড় করানোর চেষ্টা করি। এসময় ক্যাম্পাসের একটি বাস চলে আসে। সাহায্যের জন্য সবাই দৌঁড়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে রাস্তার অপর পাশে পালিয়ে যায়।
রিকশাওয়ালা সম্রাট বলেন, সিএন্ডবি গেইটের পরে জঙ্গলের পেছনে ওরা লুকানো ছিল। ওদের তিনজনের হাতে চাপাতি ছিল। সামনে গিয়ে আপুর হাত থেকে আংটি, ভাইয়ের মোবাইল, টাকা নিয়ে চলে যায়। আমি ওদের চিনতে পারিনি।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, আজ থেকে বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চেকপোস্ট থাকবে। একটা হবে সিএন্ডবি থেকে মীর মশাররফ হলের মাঝখানে, আরেকটা মীর মশাররফ থেকে প্রান্তিক গেইটের মাঝে স্থাপন করা হবে। ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করার ব্যবস্থা করা হবে। আমি এখন ভুক্তভোগীকে সাভার থানায় নিয়ে লিখিত অভিযোগ জমা নিব। এসময় তিনি সড়কের পাশে মাটি ভরাট করার অনুরোধ জানান।
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, সাভার হাইওয়ে থানা থেকে নিয়মিতভাবে টহল চলে। এরপরও এমন ছিনতাইয়ের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা টহলের আরো জোরদার করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, দুই থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসে দোষীদের আটক করার আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। প্রশাসনের সাথে বসে তারা লিখিত প্রতিশ্রম্নতি দিবে। আগামীকাল তারা আমাদের ওয়াচ টাওয়ার ও টহল পুলিশের ব্যাপারে আপডেট জানাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত