এক আদু ভাইয়ের পতন, উত্থানে আরেক আদু ভাই
১৪ জুন ২০২৩, ০৯:৪৮ এএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ০৯:৪৮ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের এক 'আদু ভাই' বিদায়ের পরপরই আরেক 'আদু ভাই' শীর্ষপদ পেতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি হলেন ২০১৫ সালে গঠিত বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি। নিজের ছাত্রত্বকে শো করার জন্য ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যাকালীন কোর্সেও। এদিকে বয়স উত্তীর্ণ 'আদু ভাই' শীর্ষ পদ প্রত্যাশী হওয়ায় নিয়মিত ছাত্র নেতাদের পদ পেতে শঙ্কা তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কুবি শাখা ছাত্রলীগের ২০১৫ সালে গঠিত কমিটির সাবেক সাধারণ সম্পাদক রেজা এলাহীর ছাত্রত্ব শেষ হয়েছে ৫ বছর আগে। ২০১৭ সালের ১৩ মে ওই কমিটি (আলিফ-রেজা) বিলুপ্ত হওয়ার পর থেকে ক্যাম্পাসবিমুখ ছিলেন তিনি। তবে গত ৬ মার্চ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্তের পর ফের ক্যাম্পাসে পদ পেতে সক্রিয় হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে নিজ দলের কর্মীদের মারধর, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, কর্মীদের হাতে মাদকদ্রব্য সহজলভ্য করে দেওয়া, সাংবাদিক হেনস্তাসহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন।
২০১৭ সালের ২৮ মে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি এবং গণিত বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কমিটির মেয়াদ শেষ হলেও কমিটি বহাল থাকে ২০২৩ সালের ৫ মার্চ পর্যন্ত। এর মধ্যে কেন্দ্রীয় কমিটি অন্তত চারবার পরিবর্তিত হলেও পরিবর্তন হয়নি কুবি কমিটি। ফলে চাপা কষ্ট নিয়ে ক্যাম্পাস ছেড়েছেন অনেক উদীয়মান নেতাকর্মীরা।
কমিটির প্রভাব খাটিয়ে ইলিয়াস ক্যাম্পাসে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে হস্তক্ষেপ, টেন্ডারবাজি, শিক্ষকের ওপর হামলা, ছাত্রীদের নিপীড়ন, ছাত্রলীগের নেতাকর্মী ও সাংবাদিকদের মারধরসহ নানা অভিযোগ থাকলেও কেন্দ্রে তদবির করে মেয়াদোত্তীর্ণ কমিটিতে বহাল তবিয়তে ছিলেন তিনি। সবশেষ গত ৬ মার্চ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর পতন হয় ইলিয়াসের। তার পতনের পর নতুন করে নেতৃত্বের স্বপ্ন দেখা শুরু করেছিলেন উদীয়মান নেতারা। তবে ক্যাম্পাসে আরেক 'আদু ভাই'র উত্থানে সে স্বপ্ন ফিকে হতে বসেছে তাঁদের।
নতুন 'আদু ভাই'র নাম রেজা-ই-এলাহি। তিনি ২০১৫ সালে গঠিত কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সালে তাঁর কমিটি বিলুপ্ত হলে ক্যাম্পাস থেকে সরে দাঁড়ান তিনি। এরপর দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদকেরও।
বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে তিনিও ভর্তি হোন লোক প্রশাসন বিভাগে। শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী বর্তমানে তাঁর বয়স ৩১। ইতোমধ্যে ছাত্রলীগের সাংগঠনিক বয়সসীমাও শেষ হয়েছে তাঁর। তবে নতুন কমিটিতে সভাপতি পদ পাওয়ার আশায় ছাত্রত্ব দেখাতে ভর্তি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সে। এমনকি আগামী কমিটিতে তিনি নিশ্চিতভাবেই সভাপতি হচ্ছেন দাবি করে ছাত্রলীগের কর্মীদেরকে নিজ দলে ভেড়াচ্ছেন । এ পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করে চলেছেন রেজা। এরইমধ্যে বেশ কয়েকবার বিভিন্ন সংঘাতে জড়িয়েছেন তিনি। বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণ থেকে সাংবাদিক হেনস্তা, তাঁর হাত থেকে বাদ যায়নি কিছুই। এমনকি ছাত্রলীগ কর্মীদেরকে মাদক নেওয়ার জন্য অর্থ যোগান দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর এসব কর্মকাণ্ডে আবারও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন পদপ্রত্যাশী নিয়মিত শিক্ষার্থীরা।
তাঁদের ভাষ্য, এক 'আদু ভাই' ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর আরেক 'আদু ভাই'য়ের উত্থানে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে পড়ছে। পদবঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন ক্যাম্পাসের সক্রিয় ও উদীয়মান নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নতুন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফ উদ্দিন বলেন, 'আদু ভাইদের নেতৃত্বে আসতে চাওয়া নতুনদের জন্য ইতিবাচক নয়। আদু ভাইরাই যদি নেতা হয়, তাহলে হতাশ হয়ে পড়বে যোগ্য ও মেধাবীরা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ, কোনো আদু ভাইকে নয়, তরুণদের মধ্য থেকে নেতা নির্বাচন করুন। এতে ঐতিহ্যবাহী সংগঠনটি সুনাম অক্ষুণ্ণ রেখে ছাত্রসমাজকে সেবা দিতে পারবে।'
নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশী ও রেজা-ই-এলাহি সমর্থিত মমিন শুভ বলেন, 'ক্যাম্পাস থেকে অনেকেই সিভি জমা দিয়েছে। কে অছাত্র, কার বয়স আছে-নেই এটা কেন্দ্রীয় ছাত্রলীগ দেখবে। পদ পাওয়ার জন্য যেকেউ নিজের মতো করে চেষ্টা করতে পারে।'
কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখা ছাত্রলীগের নতুন কমিটির শীর্ষ পদপ্রার্থী নাজমুল হাসান পলাশ বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ ত্যাগী ও পরিশ্রমীদের সংগঠন। অছাত্র কিংবা বয়সোত্তীর্ণ কেউ পদে আসলে উদীয়মান নেতাকর্মীদের হারাবে ছাত্রলীগ। আশা করি কেন্দ্রীয় ছাত্রলীগ নিয়মিত ছাত্র, ক্লিন ইমেজদারী এবং দক্ষ নেতাকর্মীদেরকে বিবেচনায় নেবে।
বয়সোত্তীর্ণ ও অছাত্র হওয়ার পরও নতুন কমিটির সভাপতি প্রার্থী হওয়ার বিষয়ে রেজা-ই-এলাহি বলেন, আমাকে কে বা কারা আদুভাই, বহিরাগত ডাকে আমি জানি না। এমন কিছু আমি শুনিনি। আমি একবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকলেও আবার সভাপতি প্রার্থী হতে পারি। এক্ষেত্রে আমার বয়স কেন্দ্রীয় ছাত্রলীগ দেখবে। আমিতো কমিটিতে নাও আসতে পারি।
এসব বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কার বিরুদ্ধে কী অভিযোগ আছে, কার বয়স আছে কি নেই, কমিটি দেওয়ার সময় আমরা অবশ্যই এসব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব। অছাত্র ও বয়সোত্তীর্ণদের কমিটিতে আসার সুযোগ নেই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত.রাজশাহীতে বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক