ইবি ভিসির নিয়োগ বাণিজ্য, দুর্নীতি খুঁজতে তদন্তে নেমেছে দুদক
২৪ জুন ২০২৩, ১০:১২ এএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১০:১২ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক শেখ আবদুস সালামের শিক্ষক নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অবৈধ লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ নিয়ে সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জুন) দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নীলকমল পাল স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগে নির্বাচনী বোর্ড বসে। প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বোর্ডে থাকা অন্য সদস্যদের সঙ্গে বিভাগটির সভাপতি ড. বখতিয়ার হোসেনের মতবিরোধ হয়। এ সময় চূড়ান্ত স্বাক্ষর না করেই বোর্ড থেকে বেরিয়ে যান তিনি। পরে ভিসির অডিও ফাঁসসহ ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অবৈধ লেনদেনের অভিযোগ তুলে দুদকে লিখিত আবেদন করেন নিয়োগ প্রার্থী সাহবুব আলম। অভিযোগ আমলে নিয়ে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে দুদক।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের নোটিশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ আবদুস সালামের বিরুদ্ধে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক নীলকমল পালকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশন আইনের ১৯ ও ২০ ধারা এবং বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা মতে সাক্ষীর বক্তব্য শ্রবণ গ্রহণ প্রসঙ্গে সাক্ষীকে নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগকারী সাহবুব আলমের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ জুলাই সকাল ১০টায় তাকে কুষ্টিয়া কার্যালয়ে তলব করেছে দুদক।
তদন্ত কর্মকর্তা নীলকমল পাল বলেন, অভিযোগের বিষয়ে ভিসিকে এখনও চিঠি দেওয়া হয়নি।
গত ফেব্রুয়ারি থেকে নিয়োগ নিয়ে ভিসির ১৮টি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিয়োগসংক্রান্ত অডিও ক্লিপ ফাঁস হয়। এর একটিতে টাকার চেক ও মনোনীত প্রার্থীকে সুপারিশ করা হয়েছে কিনা– এ সংক্রান্ত আলাপন শোনা যায়। অন্যটিতে ওই বিভাগের দুই প্রার্থীর কাছে বোর্ডের আগে চেক জামানত রাখা ও সিন্ডিকেটের সিদ্ধান্ত দেখিয়ে টাকা গ্রহণের বিষয়ে ভিসির কথোপকথন শোনা যায়।
নিয়োগ প্রার্থী সাহবুব আলম বলেন, ভিসি স্যার অনৈতিক লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়েছেন। ফাঁস হওয়া অডিওসহ বিভিন্ন মাধ্যমে এটি আরও স্পষ্ট হয়েছে। সর্বাধিক যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও আমাকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তথ্য-উপাত্তসহ দুদকে অভিযোগ করেছি। এর পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের জন্য ডাকা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো: ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন
শীতে স্থবির কুমিল্লার জনজীবন, ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস
নির্দেশ দাতা, নেপথ্যের কারিগর ও সরাসরি হত্যাকান্ডে জড়িতরা অধরা শাপলার “গণহত্যা” তদন্ত কমিশন সময়ের দাবি
নড়াইলে নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
ছাতক-সিলেট রেললাইনের সংস্কার কাজ শেষে চালু হবে ট্রেন: রেলওয়ের মহাপরিচালক
ধানমন্ডির সীমান্ত স্কয়ারে দিন-দুপুরে স্বর্ণের দোকানে চুরি
ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!
সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে এক হাজার গরীব রোগীর সেবা প্রদান করা হয়
ইলিয়াস আলীর ফিরে আসার প্রত্যাশায় সিলেট ওলামাদলের মিলাদ ও দোয়া মাহফিল
লাদাখে চীনের দুই নতুন প্রদেশ নিয়ে প্রতিবাদ দিল্লির
মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ১৪ ট্রেইনি রিক্রুট পুলিশ সদস্যকে অব্যাহতি
আখাউড়ায় পুলিশের জালে শীর্ষ মাদক ব্যবসায়িসহ গ্রেফতার-৯
অন্ধ হাফেজকে আর্থিক সহায়তা প্রদান একজন মানবিক ইউএনও কালকিনির উত্তম কুমার দাশ
পদপিষ্টের ঘটনায় স্থায়ী জামিন পেলেন আল্লু অর্জুন