রোদ্দুর আকাশ, কমতে শুরু করেছে সুনামগঞ্জে বন্যার পানি : জনমনে স্বস্তি
২৪ জুন ২০২৩, ০৩:৪১ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ০৩:৪১ পিএম
টানা ১০ দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর রোদ্দুর আকাশে কমতে শুরু করেছে সুরমার পানি। পাহাড়ি ঢল কমায় নদী যাদুকাটার পানিও কমছে। বন্যার আতঙ্ক কেটে স্বস্তি এখন জনমনে।
তবে উজানে পানি নেমে বৃদ্ধি পাচ্ছে ভাটি এলাকা দিরাই, জগন্নাথপুর নদীগুলোতে। গত কয়েকদিনে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছিল ছাতকসহ জেলার অন্যান্য এলাকার নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট। তবে এখন পর্যন্ত জেলার কোন জনবসতিতে পানি প্রবেশের ঘটনা ঘটেনি।
পানি উন্নয়ন বোর্ডের আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ৪৮ ঘণ্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ২১ সেন্টিমিটার হ্রাস পেয়ে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে ৭.৩১ মিটারে। অন্যদিকে ছাতক স্টেশনে ১৪ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপরে ৮.৯১ মিটার প্রবাহিত হচ্ছে সমতলে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ২ মিলিমিটার। আগামী কয়েকদিন সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যার শঙ্কামুক্ত, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ছাতকে আজকেও (শনিবার) বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে কমেছে সুনামগঞ্জ স্টেশনে। গতকাল এবং আজকে বৃষ্টি কম হওয়ায় কমতে শুরু করেছে নদীর পানি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় আশঙ্কা নেই বন্যার। তবে যদি ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বৃদ্ধি পেতে পাওে সুনামগঞ্জে নদীর পানি।
এদিকে নদীগুলো পানিতে ফুলে উঠলে নিম্নাঞ্চল প্লাবিত করলেও জেলার অধিকাংশ হাওরগুলো ভারি হয়নি এখনও পানিতে। নদীতে পানির চাপ কমাতে নদী থেকে হাওরে পানি ঢোকার জন্য জেলার বিভিন্ন উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ কেটেও স্লুইস গেটগুলো খুলে দেওয়া হয়। হাওর পুরোপুরিভাবে পানি ধারণ করলে কমে যাবে নদীর পানি। তবে যে কোনো সময় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন সুনামগঞ্জ। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী বলেন, ছাতকের বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ঘরবাড়িতে পানি ঢোকেনি। ছাতকের ইসলামপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় সেখানের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ছাতক উপজেলা প্রশাসন বন্যা মোকাবিলা এবং ত্রাণ তৎপরতা চালানোর জন্য নিয়ে রেখেছে অগ্রিম প্রস্তুতি ।
বিভাগ : বাংলাদেশ