সাধারন মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের বিরূপ প্রভাব বরিশালের কোরবানির বাজারে
২৬ জুন ২০২৩, ০৪:১৪ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ০৪:১৪ পিএম
গত তিন বছরের করোনা মহামারী সংকটের সাথে নিত্যপণ্যের লাগমহীন মূল্য বৃদ্ধির পাশাপাশি সাধারন মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের বিরূপ প্রভাব পড়ছে বরিশাল অঞ্চলের কোরবানির বাজারে। ঈদ উল আজহার মাত্র দুদিন বাকি থাকলেও এ অঞ্চলে পশু কোরবানির হাট এখনো পরিপূর্ণ জমজমাট নয়। অথচ এ অঞ্চলের ৪০ লক্ষাধিক গাবাদি পশুর বিশাল ভান্ডারের মধ্যে এবার প্রায় সাড়ে ৪ লাখ কোরবানির পশু মজুদ রয়েছে বরিশাল অঞ্চলে। প্রাণি সম্পদ অধিদপ্তরের মতে, এবার ঈদ উল আজহায় বরিশাল বিভাগে সম্ভাব্য পশু কোরবানির হিসেব ধরা হয়েছে ৪ লাখের সামান্য বেশি। এর পরেও অর্ধ লক্ষাধিক কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে।
তবে গত কয়েকদিনের কোরবানির হাটে বিক্রীর চেয়ে ক্রেতাদের হতাশ হয়েই ফিরতে দেখা গেছে বেশি। সব ধরনের গরু-খাশীর দাম গত বছরের চেয়ে এবার ২৫-৩৫ ভাগ পর্যন্ত বেশি। লাগামহীন মূল্যস্ফিতির সাথে নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারন মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় কোরবানির পশু কেনার ক্ষমতা হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। পাশাপাশি খামারিরা সারা বছর ধরে গরু মোটা তাজা করে অনেক আশা নিয়ে কোরবানির হাটে নিলেও এবার বড় গরুর ক্রেতা খুবই কম। এমনকি বড় মাপের পশুর ক্রেতা না থাকায় হতাশ খামারীরা এবার বরিশাল থেকে অনেক তা ঢাকায়ও পাঠাচ্ছেন। মূল্য বৃদ্ধির পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস বড় গরুর ক্রেতার অভাবের অন্যতম কারণ বলে মনে করছেন বেপারীগন।
এমনকি গত কয়েকদিন বরিশালের কোরবানির পশুর হাটগুলো ঘুরে ক্রেতার কিছুটা খড়াও লক্ষ্য করা গেছে। সোমবার দুপুর পর্যন্ত বরিশাল অঞ্চলের পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক গরু-খাশি সহ বিভিন্ন পশুতে ভরে উঠতে দেখা গেলেও ক্রেতারা দরদামেই ব্যস্ত বেশী। বিক্রীর পরিমান ছিল খুবই কম। তবে গরুর বেপারীরা মঙ্গলবার গরু-খাশি বিক্রী নিয়ে যথেষ্ঠ আশাবাদি। তাদের মতে ক্রেতারা এখনো দাম দেখছেন। অনেকে দরদামও করছেন। তবে বিক্রী খুব না হলেও মঙ্গল ও বুধবারই এ অঞ্চলে জমজমাট বেচাকেনা চলবে। গত রোববারের মত সোমবারেও সিমিত বেচা বিক্রী চললেও সব বেপারীরা এখনো মঙ্গল-বুধবারের আশা নিয়ে আছেন।
অর্থনীতির শিক্ষকদের মতে, কয়েক বছরের অর্থনৈতিক সংকটের সাথে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বরিশাল অঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা অনেকটা হ্রাস পাওয়ায় এবার কোরবানি করার সক্ষমতা হারিয়েছেন অনেকেই। ফলে এবার কোরবানির পশু বিক্রী নিয়ে এক ধরনের চাপা অনিশ্চয়তাও রয়েছে গরুর খামারি সহ বেপারীদের মাঝেও।
অপরদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর সব চাওয়া পাওয়া ও হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলছেন, ‘আগে পরিবার পরিজন নিয়ে তিনবেলা খেয়ে বাঁচি, পরে কোরবানির চিন্তা করা যাবে’। গত বছর এ সময়ে বরিশালে যে চিনির কেজি ছিল ৭০-৭৫ টাকা, তা এখন ১৩০ টাকা, ৩৫ টাকার দেশী পেয়জের কেজি শণিবারেও ছিল ৭০-৭৫ টাকা। ৮০ টাকার দেশী রসুন এখন ১৪০ টাকা, ১শ টাকার দেশী আদা শণিবারে বিক্রী হচ্ছিল ২৮০ টাকায়। গত বছর এসময়ে ২০ টাকার গোল আলু এখন ৪০ টাকা কেজি। দেড়শ টাকার সয়াবিন তেলের লিটার এখন প্রায় ১৯৫ টাকা।
মসলার বাজারেও আগুন লেগেছে। দারুচিনি, এলাচ, জিরা, লবঙ্গ থেকে শুরু করে প্রতিটি মসলা জাতীয় পণ্যের দাম গত এক মাসে বেড়েছে ২৫Ñ৫০ ভাগ পর্যন্ত। এমনকি এ অঞ্চলের মানুষের পোলাও খাবার আশাও অনেকটাই দুঃস্বপ্নে পরিনত হয়েছে। গত বছর যে চিনিগুড়া চালের কেজি ছিল ১২০ টাকা। এবার তা ১৬০ টাকার নিচে নয়। ফলে নি¤œ থেকে মধ্যবিত্ত পরিবারে সন্তান-সন্ততির মুখে বছরে যে দুটি ঈদে একটু পোলাও-গোসত তুলে দেয়ার প্রবনতা ছিল, এবার তা সম্ভব নাও হতে পাড়ে বেশীরভাগ পরিবারে। তবে গত এক মাসে সাধারন সব ধরনের চালের দাম কেজি প্রতি ৫ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।
এবার ভাল মানের ঘি প্রায় দেড় হাজার টাকা কেজি। যা গত বছর একই সময়ে ছিল ১১শ থেকে ১২শ টাকা কেজি। অথচ মৎস্য ও প্রানি সম্পদ অধিদপ্তর বরিশালকে গোসত, ডিম ও দুধে উদ্বৃত্ত বলেও দাবী করেন। আর অর্থনীতির ভাষায় ‘চাহিদার তুলনায় পণ্যের ঘাটতি না থাকলে মূল্য বৃদ্ধির প্রবনতা কম থাকে’।
সব মিলিয়ে গত কয়েক বছরে বরিশাল অঞ্চলে আয় না বাড়লেও সব নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি সাধারন মানুষের কষ্টকে যথেষ্ঠ বৃদ্ধি করে চলেছে। হ্রাস পেয়েছে ক্রয় ক্ষমতাও। আর এরই মধ্যে দড়জায় কড়া নাড়ছে পবিত্র কোরবানি’র ঈদ উল আজহা। কিন্তু এবার বরিশাল অঞ্চলে কতভাগ পরিবারের পক্ষে পশু কোরবানি করা সম্ভব হবে, তা সময়ই বলতে পারবে বলে মনে করছেন অর্থনীতিবীদ সহ প্রাণি সম্পদ অধিদপ্তরের দায়িত্বশীল মহলও।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারেক রহমানের ৩১দফায় শিক্ষকদের সুখবর আছে : -ডা.মাজহার
সাংবাদিকরা সচিবালয়ে অস্থায়ী পাস নিয়ে ঢুকতে পারবেন: উপদেষ্টা নাহিদ ইসলাম
'এয়ার কানাডা'র ফ্লাইটে আগুন, হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণ
ঢাবিতে আজ মেধাবীদের মুখোমুখি হচ্ছে শিবির, সকল প্রশ্নের জবাব দিবে নেতারা
অবশেষে টাঙ্গাইলের সেই আলোচিত ব্রীজটির উদ্বোধন হলো আজ
অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটিতে বিপদে ভারত
দেশীয় অস্ত্রসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী আটক
'দি ওডিসি' সিনেমায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছেন নোলান
রোমানিয়ার নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষোভ
বাউফলে হামলা-পাল্টা হামলা, বিএনপির এক পক্ষের মানববন্ধন ও আরেক পক্ষের সংবাদ সম্মেলন
১৫ দিনের মধ্যে সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২১ সাংবাদিক
চাকরিচ্যুত সাবেক সেনাদের সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
আশুলিয়ায় ভবন মালিকের স্বেচ্ছাচারিতায় অর্ধশত শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
৫ আগস্টের পর বেশ কয়েকটি ইসলামী ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল
মেহেরপুরে তসলিমা হত্যা মামলায় ২ জন আটক
ঈশ্বরদীতে ৫ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ বাবা গ্রেফতার
নাসার নতুন সাঁতারু রোবট , ইউরোপায় প্রাণের খোঁজে এক বিস্ময়কর যাত্রা
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র লিখিত দলিল হিসেবে থাকবে : সারজিস