শান্তিরক্ষী বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মনগড়া- সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
২৭ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম
সরকারের বিরুদ্ধে যেকোনো কারো অভিযোগ থাকতে পারে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিক না, এমন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেনের। আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সিলেটের খাদিমনগর ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী ড. মোমেন।
এসময় তিনি বলেন, যেসব দেশ উন্নতি করে সে সব দেশকে দাবিয়ে রাখতে কাজ করে কিছু দেশি বিদেশি শক্তি। জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে যে সকল সদস্যদের নেওয়া হয়, তা নেওয়া হয় অনেক যাছাই বাছাই করেই। এটা জানে বাংলাদেশ। এ সময় তিনি জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বানকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে বলেন, সব তাদের মনগড়া। তারা এসব কথা বলছে একান্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে একটা অসন্তোষ দেখা দেবে আর্মিতে।
বাংলাদেশ এখন বিদেশিদের কাছ থেকে এখন অল্প টাকা নেয় জানিয়ে তিনি বলেন, বিদেশীরা চায় তাদের কাছে হাত পাতবে বাংলাদেশ, সাহায্য নিবে, ফলে দেশটাকে পরিচালিত করতে পারে তারা তাদের ইচ্ছেমত।
বিভাগ : বাংলাদেশ